চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। রতন টাটার (Ratan Tata) সংস্থা টিসিএস (TCS) তথা টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Services) এই চলতি বছরে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে।
এই সংস্থাটি আগের বছরেই পাঁচ হাজারেরও বেশি কর্মী নিয়োগ করেছিল। টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Services) তথা টিসিএস (TCS) এই চলতি বছরেই ৪০ হাজার ফ্রেশারকে নিয়োগ করতে চলছে, এমনটাই সূত্রের খবর। যারা অনেকদিন ধরেই একটি ভালো চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুখবর বলেই মনে করা হচ্ছে।
করোনাকালীন পরিস্থিতিতে একাধিক সংস্থা তাদের কর্মীদের ছাঁটাই করেছে। কিন্তু টিসিএস ফ্রেশারদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে সবসময়তেই এগিয়ে থাকে।
আরও পড়ুন: Lakshmir Bhandar: ফের বিরাট আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে! মহিলাদের মধ্যে খুশির হাওয়া
২০২৪ সালেরই এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রতিদিনে ৬১ জনকে চাকরি দিয়েছে টিসিএস (TCS)। অর্থাৎ গত তিন মাসে ৫,৪৫২ জনকে চাকরি দিয়েছে টিসিএস (TCS)। বর্তমানে টিসিএস কোম্পানির কর্মী সংখ্যা ৬০৬৯৯৮ এ গিয়ে দাঁড়িয়েছে। আবার এই বছরেই প্রায় ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করার কথা ভাবছে টিসিএস।
আরও পড়ুন: Big News: কীভাবে নিয়োগ হয়েছিল ৪২০০০ শিক্ষকের? পর্ষদকে প্যানেল জমা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের
ইতিমধ্যেই কর্মীদের বেতন ৪.৫ শতাংশ থেকে ৭ শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে করার ঘোষণা করেছে টিসিএস। এর মধ্যেও যে সমস্ত কর্মীর পারফরমেন্স ভালো থাকবে তাদের বেতন ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পাবে । করোনাকালীন পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা থাকলেও বর্তমানে অফিস থেকেই প্রায় ৭০ শতাংশ কাজ হচ্ছে।
আরও পড়ুন: Jio-র এই প্ল্যানে কুপোকাত Airtel ও Vi! পাবেন ৯৮ দিন ভ্যালিডিটি সহ আরও অনেক কিছু