Fixed Deposit: ৩ বছরের জন্য FD করতে চান? সবথেকে বেশি সুদ পাবেন এই ব্যাঙ্কে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Fixed Deposit: ব্যাংকে বা পোস্ট অফিস সহ আরো একাধিক জায়গায় মানুষ অর্থ বিনিয়োগ করলেও অনেকেই ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করতে বেশি সাচ্ছন্দ্যবোধ করেন। মানুষের অর্থ সঞ্চয়ের অন্যতম জায়গা হল এই ফিক্সড ডিপোজিট।

৩ বছর বা ৫ বছরের মেয়াদে সাধারণ মানুষ এই ফিক্সড ডিপোজিটে একটি নির্দিষ্ট সুদের হারে অর্থ বিনিয়োগ করে থাকেন।

তবে এর তুলনায় দেশের কিছু কিছু ব্যাঙ্কে ৩ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগ করলে বেশি হারে সুদ পাওয়া যায়।

আরও পড়ুন: Big News!: আরজি করে হামলার ঘটনায় গ্রেফতার ২৪ জন কারা? নাম ঠিকানা জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

ব্যাংক ভিত্তিতে ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার বিভিন্ন রকম হয়ে থাকে প্রত্যেক ব্যাংক একই রকম সুদের হার নির্ধারণ করে না। কোথাও বেশি কোথাও কম থাকে।  যারা ব্যাংকের সুদের হার দেখে নিয়ে সেই মতে বিনিয়োগ করে তারা তুলনামূলক বেশি লাভবান হয়।

আজকে আমরা এই প্রতিবেদনে আলোচনা করব তিন বছরের মেয়াদে কোন ব্যাংকে ডিপোজিটে বিনিয়োগ করলে তুলনামূলক বেশি হারে সুদ পাওয়া যাবে।’

আরও পড়ুন: Bank Account: SBI, PNB-র জন্য বড় ধাক্কা! এই ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ

১) যদি তিন বছরের মেয়াদে ব্যাঙ্ক অফ বরোদায় ফিক্সড ডিপোজিটে অর্থ অভিযোগ করেন তাহলে সেক্ষেত্রে সুদ পাবেন ৭.১৫ শতাংশ। তবে একই মেয়াদে যদি কোন প্রবীণ নাগরিক ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে তাহলে সে ক্ষেত্রে সুদের হার হবে ৭.৬৫ শতাংশ।

আরও পড়ুন: Woman Security: নারী-নিরাপত্তায় বড় ঘোষণা! ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের ঘোষণা রাজ্যের

২) কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ৩ বছরের ডিপোজিট স্কিমের উপর ৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়।  প্রবীর নাগরিকদের ক্ষেত্রে সুদের হারের পরিমাণ ৭.৬০ শতাংশ।

৩) ICICI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের ৩ বছরের ফিক্সড ডিপোজিট এ বিনিয়োগের উপর ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হয়।  

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত

মনে রাখবেন আমাদের প্রতিবেদন কখনোই কাউকে কোন নির্দিষ্ট স্থানে অর্থ বিনিয়োগের পরামর্শ দেয় না বরং কোন একটি সংস্থার বিনিয়োগের বিষয়ে বার্তা বা তথ্য প্রদান করে। তাই কোন জায়গায় অর্থ বিনিয়োগের পূর্বে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী বিনিয়োগ করুন।

আরও পড়ুন: Jio: এই ৩টি রিচার্জ প্ল্যানে বাজার কাঁপাচ্ছে jio! হাইস্পিড ইন্টারনেট সহ আরও অনেক কিছু