Indian Railways: ট্রেন যাত্রীদের যাত্রীদের বিরাট সুযোগ! ৫৬ দিন যাত্রা করুন একবার টিকিট কেটেই

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Indian Railways: সহজ ও নিরাপদ যাত্রা বলতে আমরা ট্রেন জার্নিকেই বুঝে থাকি। প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ জীবিকার তাগিদে ট্রেনে যাত্রা করে থাকেন। দূর পাল্লায় কোথাও ভ্রমণ বা যাতায়াতের জন্য ট্রেন একমাত্র ভরসা।

সাধারণ মানুষের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ রিজার্ভেশন, জেনারেল, তৎকাল, কারেন্ট টিকিট বুকিং-এর সুবিধা দিয়ে থাকে। তবে এই সব টিকিট দিয়ে শুধুমাত্র একদিন যাত্রা করা যাবে।

তবে আজ আমরা আপনাদের এমন একটি টিকিটের ব্যাপারে জানাবো যার বৈধতা থাকবে ৫৬ দিন পর্যন্ত। অর্থাৎ একটি মাত্র টিকিট কেটে আপনারা ৫৬ দিন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। এই একটি টিকিটের মাধ্যমে আলাদা আলাদা রুটেও কোনরকম বাধা ছাড়াই ভ্রমণ করা যাবে ৫৬ দিন পর্যন্ত।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে ফের রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী চলছে, বিস্তারিত জানুন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এক্ষেত্রে আপনি যদি কোন তীর্থস্থানে ভ্রমণ করার জন্য টিকিট কাটেন তাহলে তার জন্য সার্কুলার টিকিট কাটতে পারেন৷ আর এর জন্য আপনাকে কনফার্ম টিকিট কাটতে হবে৷ টিকিট সার্কুলার টিকিট কাটতে হবে যার বৈধতা ৫৬ দিনের হতে হবে।

যে কোন শ্রেণীর ক্ষেত্রে এই সার্কুলার টিকিট কাটা যেতে পারে। তবে এই টিকিটের সর্বাধিক স্টপেজ ৮ টি থাকতে হবে। তবে এই সার্কুলার টিকিট কাটার আগে রেলের জোনাল অফিসে এই টিকিটের জন্য আবেদন করতে হবে৷ টিকিট কাউন্টার বা আইআরসিটিসি থেকে এই টিকিট বুকিং করা যাবেনা৷

আরও পড়ুন: Bank Holidays: সেপ্টেম্বর মাসে ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক, কোন কোন তারিখ? রইল তালিকা

প্রথমত এই টিকিট কাটার জন্য আপনাকে যাত্রার বিবরণ দিয়ে তবেই টিকিট কাটতে হবে। আর এই একটি টিকিট থেকে আপনি আলাদা আলাদা রুটে ভ্রমন করতে পারবেন। এই টিকিটের বৈধতা থাকবে ৫৬ দিন পর্যন্ত।

আরও পড়ুন: ফের আম্বানির বড়ো পদক্ষেপ! আসছে Jio Brain, ঘোষণা দেশের ধনীতম ব্যাক্তির

অনেক সময় দেখা যায় আলাদা আলাদা স্টেশনের জন্য টিকিট কাটতে গিয়ে আমাদের খরচ বেশি হয়ে যায়। এই অবস্থায় যদি সার্কুলার টিকিট কাটা যায় তাহলে অনেক সময় টাকা বেঁচে যায়।