এয়ারটেলের (Airtel) পোস্টপেইড গ্রাহকদের চিন্তা বাড়ল। এয়ারটেল তার রিচার্জের দাম ৩ জুলাই থেকে একলাফে অনেকটাই বৃদ্ধি করেছে। এয়ারটেল পোস্টপেইড (Airtel Postpaid) রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করায় গ্রাহকদের চাপ বাড়ল। এর আগে অবধি ৩৯৯ টাকার প্ল্যানই ছিল এয়ারটেলের সবথেকে সস্তা পোস্টপেইড প্ল্যান। ৩ জুলাই থেকে যেটির দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৪৯ টাকা। এক ধাক্কায় এই রিচার্জ প্ল্যানে প্রায় ৫০ টাকা খরচ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, গ্রাহকদের জন্য খুব বেশি দাম বৃদ্ধি না হলেও এটি এয়ারটেল সংস্থার এআরপিইউ বাড়াতে পারে।
এয়ারটেলের (Airtel) সব থেকে কম দামের পোস্টপেইড প্ল্যান
দাম বৃদ্ধি করার পর বর্তমানে এয়ারটেলের সবথেকে কম দামের পোস্টপেইড প্ল্যান হল ৪৯৯ টাকার। আগে এই প্ল্যানটির দাম ছিল ৩৯৯ টাকা। আগের থেকে এখন এই প্ল্যানটি কিনতে ৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হলেও সুবিধা কিন্তু আগের মতোই থাকছে। এই প্ল্যানটিতে ৪০ জিবি ডেটা ও ২০০ জিবি ডেটা রোল ওভার, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানটিতে এয়ারটেল এক্সট্রিম প্লে সাবস্ক্রিপশন পাবেন ৩ মাসের জন্য।
তবে এই প্ল্যানটিতে আনলিমিটেড ৫জি অফার পাওয়া যাবে কিনা সেটি এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে দৈনিক ২ জিবি বা তার বেশি ডেটা রয়েছে এমন প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ৫জি অফার পাওয়া যায়, সেই জন্য আশা করা যাচ্ছে এই পোস্টপেইড প্ল্যানটিতেও ৫জি অফারের সুবিধা পাওয়া যাবে। তবে সঠিকভাবে জানার জন্য এয়ারটেল কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করে নেওয়া উচিত।
আরও পড়ুন: ICDS Job 2024: মাধ্যমিক পাশেই অঙ্গনওয়াড়িতে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন
তবে পোস্টপেইড প্ল্যানের ক্ষেত্রে অ্যাক্টিভেশন চার্জ দিতে হয়। এই অ্যাক্টিভেশন চার্জ রিজিওন অনুযায়ী নির্ভর করে। এই অ্যাক্টিভেশন চার্জ ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে হয়।
আরও পড়ুন: Airtel recharge plan: ১০০ টাকার কমে চমকে দেওয়ার মত রিচার্জ প্ল্যান আনলো Airtel! তালিকা দেখে নিন
প্রসঙ্গত উল্লেখ্য, এয়ারটেলের (Airtel) চিরপ্রতিদ্বন্দ্বী সংস্থা জিও-র (Jio) কাছে এর থেকেও সস্তা পোস্টপেইড প্ল্যান রয়েছে। তবে সেই প্ল্যানে এয়ারটেলের মত সুবিধা পাওয়া যাবে না। জিও-র এই রিচার্জ প্ল্যানটি হল ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটির দাম ছিল আগে ২৯৯ টাকা। এই প্ল্যানটিতে ৩০ জিবি ডেটা পাওয়া যাবে। এরপর ৪৪৯ টাকার একটি প্ল্যান রয়েছে। আগে এই প্ল্যানটির দাম ছিল ৩৯৯ টাকা। এই প্ল্যানটিতে মোট ৭৫ জিবি ডেটা পাওয়া যাবে।
আরও পড়ুন: দারুণ খবর! স্মার্টফোন কিনতে ১০,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, রইলো আবেদন পদ্ধতি
হঠাৎ করে রিচার্জের দাম কেন বৃদ্ধি করা হল?
ইউজার পিছু গড় আয় বৃদ্ধি করার লক্ষ্যেই রিচার্জের দাম বাড়িয়েছে জিও, এমনটাই মত বিশেষজ্ঞদের। জিও সংস্থা তাদের পোস্টপেইড প্ল্যান ছাড়াও প্রিপেইড প্ল্যান এবং ডেটা-অন ভাউচারের দামও বাড়িয়েছে। জিও সংস্থা তাদের আনলিমিটেড ৫জি অফারের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ২ জিবি ডেটা বা তার বেশি পরিমাণ ডেটা রয়েছে এমন প্ল্যান রিচার্জ করলেই আনলিমিটেড ৫জি অফারের সুবিধা পাবেন গ্রাহকরা।