আর্মি পাবলিক স্কুল বাগড়া কোট ডিজিটি-এর তরফ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার শিক্ষক এবং প্রাথমিক শিক্ষকের পাশাপাশি ক্লার্ক নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের এই মর্মে আবেদনের আহ্বান জানানো হয়েছে। যারা নির্দিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই চাকরির ব্যাপারে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
আর্মি পাবলিক স্কুল বাগড়া কোট-এর তরফ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
কম্পিউটার শিক্ষক এবং প্রাথমিক শিক্ষকের পাশাপাশি ক্লার্ক নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Supreme Court: ATM থেকে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট; কী কী প্রাপ্য গহবধূদের? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
আবেদন প্রক্রিয়া (Application Process)
এর চাকরির পদে আবেদন করা যাবে অনলাইন মাধ্যমে। প্রতিষ্ঠানের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট https://apsbagrakote.org/ থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদনপত্র পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে।
প্রয়োজনীয় নথিপত্র (Important Documents)
প্রয়োজনীয় নথিপত্র হিসেবে প্রার্থীদের যেসব নথি লাগবে সেগুলো হলো নিম্নরূপ-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
২) আর্মি পাবলিক স্কুল বাগড়া কোর্টের পক্ষে একটি ২৫০ টাকা দামের উঠলা বাড়িতে প্রদেহ ডিডিসহ আবেদন পত্র
৩) আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
৪) অভিজ্ঞতার শংসাপত্রের প্রত্যায়িত কপি
আরও পড়ুন: Jio True 5G: এবার যত খুশি করা যাবে ইন্টারনেট! দাম বাড়িয়েও গ্রাহকদের স্বস্তি দিল Jio
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
BCA / BSc (CS)/ BE/ B.Tech (CS)/IT)/ MCA / MSc (CS) DOEACC(A লেভেল) এবং প্রার্থীদের বি এড (BEd) করে থাকতে হবে। যেসব প্রার্থীদের AI & Robotics ( স্কুল লেভেল) বিষয়ে জ্ঞান থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।প্রাথমিক শিক্ষক পদে যাদের নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেগুলো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাস অথবা স্নাতক পাস হতে হবে। এখানে অন্যান্য যোগ্যতা হিসেবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং বি এড কোর্স করে রাখতে হবে। এলডিসি পদে যারা আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট পদে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে বিষয়ে অভিজ্ঞতা ও দ্রুত টাইপিং দক্ষতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: Laxmir Bhandar: প্রতি মাসে পাবেন ১০০০ টাকা করে! কারা কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জেনে নিন