মুসলিম মহিলাদের অধিকারের বিষয়ে সম্প্রতি আদালত বড় নির্দেশিকা জারি করল। দেশের শীর্ষ আদালতের (Supreme Court) তরফ থেকে জানানো হয়েছে মহিলা মাত্রই তাদের খোরপোষের অধিকার রয়েছে। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এটিএম বা সংসারের অন্যান্য যে কোন জিনিসের উপর মহিলাদের কতটা অধিকার রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাল আদালত।
গত বুধবার দেশের শ্রেষ্ঠ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court) মুসলিম মহিলাদের খোরপোষের অধিকার সংক্রান্ত বিষয়ে বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-র বেঞ্চে শুনানি চলছিল। আদালতের তরফ থেকে জানানো হয় যে একজন মহিলা সে যে ধর্মেরই হোন না কেন তার যদি বিবাহ বিচ্ছেদ হয় তাহলে প্রত্যেকটি মহিলার খোরপোষ প্রাপ্য রয়েছে।
ঐদিন আদালতে স্বামীর উপর অধিকার সম্বন্ধে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। একজন স্ত্রী মানসিক অর্থনৈতিক দিক থেকে স্বামীর উপর নির্ভরশীল হয়ে থাকে। আদালত জানায়, “স্ত্রীকে ঠিক কী ধরনের অর্থনৈতিক সাহায্য প্রদান করা উচিত স্বামীর, তা তুলে ধরছি আমরা, যেমন, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটিএম কার্ড ব্যবহারের অধিকার, যাতে সংসারে মহিলাদের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে।”
আরও পড়ুন: Jio True 5G: এবার যত খুশি করা যাবে ইন্টারনেট! দাম বাড়িয়েও গ্রাহকদের স্বস্তি দিল Jio
সুপ্রিম কোর্টের (Supreme Court) এই নয়া নির্দেশিকা সাদরে মেনে নিয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা (Rekha Sharma)। এই বিষয়ে তিনি মন্তব্য প্রকাশ করেছেন যে, “সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশকে সর্বান্তকরণে স্বাগত জানাচ্ছি আমি। মুসলিম মহিলাদের খোরপোষের অধিকারে সিলমোহর পড়েছে। পাশাপাশি, লিঙ্গ বৈষম্য ঘোচাতে, সব ধর্মের মহিলাদের ন্যায় বিচারের পথে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।”
আদালত আরো জানিয়েছে যে যদি কোন মহিলা স্বনির্ভর হয়ে থাকে তবুও তার স্বামীর কাছে তার খোরপোষের অধিকার রয়েছে। আর আদালতের নয়া এই নির্দেশিকাটি যে কোন ধর্মাবলম্বী নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিষয়ে অনুচ্ছেদ ১২৫-এর উল্লেখ রয়েছে, সামর্থ্য থাকলে স্ত্রী, যদি সামর্থ্য থাকে তাহলে সন্তান এবং মা-বাবাকে খরচ দেওয়ার বাধ্যবাধকতা অস্বীকার করা যাবে না।
আরও পড়ুন: Laxmir Bhandar: প্রতি মাসে পাবেন ১০০০ টাকা করে! কারা কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জেনে নিন
আদালতের মতে খোরপোষ কোনও দান-খয়রাত নয়। এটি হলো প্রত্যেক বিবাহিত নারী তার স্বামীর কাছে অধিকার। বিচারপতি নাগরত্ন এই বিষয়ে বলেন, “অনেক ক্ষেত্রে স্বামীরা বুঝতে পারেন না যে, স্ত্রী, যিনি গৃহবধূ, মানসিক ভাবে এবং অন্য ভাবে তাদের উপর নির্ভরশীল। ভারতীয় সংসারে গৃহবধূর ভূমিকা এবং তার আত্মত্যাগকে স্বীকৃতি জানানোর সময় এসে গিয়েছে।” পাশাপাশি স্বামী তার স্ত্রীর একাধিক চাহিদার বিষয়েও মনোযোগ দেওয়া উচিত বলে আদালত জানিয়েছে।
আরও পড়ুন: Make Money Online: মোবাইল দিয়ে প্রতিদিন ৬০০ টাকা ইনকাম করুন ঘরে বসেই! জানুন পদ্ধতি