LIC Policy: প্রতিদিন মাত্র ৩০ টাকা জমিয়েই লাখপতি! দুর্দান্ত প্ল্যান আনলো LIC

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

LIC Policy: প্রতিদিন মাত্র ৩০ টাকা জমালেই লাখপতি, ধামাকাদার প্ল্যান নিয়ে এল LIC এলআইসি (Life Insurance Corporation)-এর এমন অনেক স্কিম আছে যেখানে অনেক কম অর্থ প্রিমিয়াম হিসাবে দিতে হয়। তবে মেয়াদ পূর্তির সময় বিপুল পরিমাণ অর্থ রিটার্ন পাওয়া যায়। সেরকমই একটি পলিসির নাম হল এলআইসির আধার স্তম্ভ পলিসি (LIC Aadhaar Stambh Plan)। এই পলিসিতে সঞ্চয় এবং সুরক্ষা দুটি সুবিধাই পাওয়া যাবে। তবে এলআইসির এই আধার স্তম্ভ পলিসি স্কিমটি শুধুমাত্র পুরুষদের জন্যই।

এলআইসির আধার স্তম্ভ পলিসিতে (LIC Aadhaar Stambh Plan) বিনিয়োগ করার জন্য বাধ্যতামূলক হল আধার কার্ড। এই পলিসিটির বিশেষ বিষয় হল, পলিসি শুরু হওয়ার তারিখ থেকেই পাওয়া যায় রিস্ক কভারেজ। মেয়াদ পূর্তির সময় পাওয়া যায় পুরো টাকাটি। এছাড়াও দুর্ঘটনা জনিত কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পুরো টাকাটি নমিনির হাতে তুলে দেওয়া হয়।

দিনে ৩০ টাকা করে সঞ্চয় করে বিপুল পরিমাণ অর্থ রিটার্ন

এলআইসির আধার স্তম্ভ পলিসিতে (LIC Aadhaar Stambh Plan) ২০ বছরের জন্য যদি কেউ বিনিয়োগ করেন তিনি মেয়াদ পূর্তির সময় ৩.৯৭ লক্ষ টাকা পাবেন। প্রিমিয়াম হিসেবে প্রতিবছর ১০,৮২১ টাকা দিতে হবে। অর্থাৎ প্রতি মাসে ৯০১ টাকা এবং দিনে ৩০ টাকা করে বিনিয়োগ করলেই বিপুল পরিমাণ অর্থ রিটার্ন পাওয়া যাবে।

আরও পড়ুন: রিচার্জ-এর খরচে পকেটে টান? বাজারে ২৪৯ টাকার এই প্ল্যান আপনাকে স্বস্তি দেবে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

পলিসি হোল্ডাররা বার্ষিক, অর্ধ বার্ষিক, ত্রৈমাসিক, মাসিক এবং দৈনিক ভিত্তিতেও প্রিমিয়াম দিতে পারেন। এখানে বিনিয়োগ করলে গ্যারান্টি সহকারে তিন লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে। মোট বিনিয়োগের পরিমাণের ওপর ৪.৫ শতাংশ বার্ষিক রিটার্ন হিসাবে ৯৭,৫০০ টাকা লয়্যালটি হিসেবে যুক্ত হবে। মেয়াদ পূর্তির সময় সর্বমোট ৩,৯৭,৫০০ টাকা পাওয়া যাবে।

আরও পড়ুন: WB Health Recruitment 2024: ৩৫,০০০ টাকা বেতনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীনে নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন

এলআইসির আধার স্তম্ভ পলিসির (LIC Aadhaar Stambh Plan) সুবিধা

এই পলিসির বেশ কয়েকটা সুবিধা আছে। এই পলিসিতে প্রতিদিন মাত্র ৩০ টাকা করে বিনিয়োগ করতে হয়। মেয়াদ পূর্তির সময় প্রায় ৪ লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। এছাড়াও এই পলিসিতে বিনিয়োগ করলে ডেথ বেনিফিট এবং অন্যান্য সুবিধাও মেলে।

আরও পড়ুন: Gold Price Today: সোনার দামে কী স্বস্তি পেলেন গ্রাহকরা? দাম কি কমল? দামের চার্ট দেখে নিন

পলিসি কিনতে হলে কি কি করতে হবে

এলআইসির আধার স্তম্ভ পলিসিটি (LIC Aadhaar Stambh Plan) ৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা কিনতে পারবেন। এছাড়াও প্ল্যানের মেয়াদ পূর্তির সময় আবেদনকারীর বয়স ৭০ বছরের বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও এই পলিসিতে ন্যূনতম ৭৫,০০০ টাকা এবং সর্বাধিক ৩ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারা যাবে। এই পলিসির মেয়াদ ১০ থেকে ২০ বছর পর্যন্ত হয়। পলিস শুরু করার তারিখ থেকেই রিস্ক কভারেজ শুরু হয়ে যায়।

কেউ যদি ৩৫ বছর বয়সে এসে ১৫ বছরের জন্য এই পলিসি কেনেন তাহলে তাকে ১০ হাজার টাকা করে প্রতি বছর প্রিমিয়াম হিসেবে দিতে হবে। এক্ষেত্রে মেয়াদপূর্তির সময় ২ লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এর সঙ্গে লয়্যালটিও দেওয়া হবে।

আরও পড়ুন: মাত্র ৫ দিনে ৩৮,০০০ কোটি টাকা আয়! বাজার কাঁপাচ্ছে রতন টাটার এই সংস্থা