বড় ঝটকা Reliance Jio গ্রাহকদের, চুপিসারে সরিয়ে দিল সমস্ত রিচার্জ প্ল্যান থেকে এই বড় সুবিধা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio। সম্প্রতি, রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য একটি বড় পরিবর্তন এনেছে। তারা তাদের মোবাইল প্ল্যান থেকে JioCinema সুবিধা সরিয়ে দিয়েছে। এখন JioCinema Disney+ Hotstar এর সঙ্গে জোট বেঁধে JioHotstar নামে পরিচিত হয়েছে।

রিলায়েন্স জিও তাদের প্রিপেইড এবং পোস্টপেইড দুটি মোবাইল প্ল্যানে JioCinema সুবিধা আগে অফার করত। কিন্তু এখন JioCinema আর একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম নেই, তাই জিও এই সুবিধা আর দিচ্ছে না। যদিও JioCinema প্ল্যানের মধ্যে প্রিমিয়াম পরিষেবা থাকত না, তবে তা এখনও ছিল। তবে এখন JioHotstar আসার পর, জিও তাদের গ্রাহকদের শুধুমাত্র দুটি অ্যাপ JioTV এবং JioCloud অফার করছে তাদের রিচার্জ প্ল্যানে।

আপনি যদি রিলায়েন্স জিওর কোনো প্ল্যানে JioHotstar mobile subscription বিনামূল্যে পেতে চান, তবে এই বিশেষ রিচার্জ প্ল্যানগুলিতে আপনি এটি পেতে পারবেন।

আরও পড়ুন: Aadhaar Card: নতুন ওয়েবসাইট চালু আধার কার্ডের জন্য, আগের পোর্টালে কি বন্ধ হয়ে যাবে? কী বাড়তি সুবিধে পাবেন?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Reliance Jio এর এই রিচার্জ প্ল্যানে মিলবে JioHotstar সাবস্ক্রিপশন

₹195 টাকার রিচার্জ প্ল্যান

এই ₹195 টাকার প্ল্যানে গ্রাহকরা 90 দিন (3 মাস) ভ্যালিডিটি পাবেন। এছাড়াও, এই প্ল্যানে গ্রাহকরা 15GB হাই-স্পিড ডেটা এবং JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পুরো 90 দিনের জন্য পেয়ে থাকবেন।

আরও পড়ুন: BSF Recruitment 2025: বিএসএফ-এ নতুন নিয়োগ চলছে, কোন কোন পদে চাকরি? কী ভাবে আবেদন করবেন? @bsf.gov.in

₹949 টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানে গ্রাহকরা 84 দিনের ভ্যালিডিটি পাবেন। প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা, প্রতিদিন 2GB ডেটা এবং 100 SMS পাবেন। এছাড়াও, গ্রাহকরা এই প্ল্যানে পুরো 3 মাসের জন্য JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

আরও পড়ুন: WB HS Result 2025: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জানালেন সংসদ সভাপতি