BSNL 5G: বিরাট আপডেট BSNL 5G নিয়ে! এবার দুরন্ত গতিতে ছুটবে ইন্টারনেট সাম্প্রতিক জুলাই মাস থেকে জিও (Jio), এয়ারটেল (Airtel সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। হঠাৎ এই রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার ফলে ক্ষুব্ধ হয়েছে গ্রাহকরা। তাই অনেকেই তাদের সিম পোর্ট করে বিএসএনএল (BSNL)-এ ট্রান্সফার করেছে।
আবার অনেকে বিএসএনএল (BSNL)-এ আসতে চাইছে কিন্তু বিএসএনএল (BSNL)-এর নেটওয়ার্ক ও ইন্টারনেটের গতির কথা ভেবে ক্রমশ দোলাচলে ভুগছে। তবে রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার পর যে পরিমাণ গ্রাহক বিএসএনএল (BSNL)-এ গিয়েছে সেই সংখ্যাটা অনেক বেশি।
তাই গ্রাহকদের সুবিধার কথা ভেবে সরকার BSNL টেলিকম সংস্থা উন্নত করতে চাইছে। এখন বিএসএনএল (BSNL)-এর 4G নেটওয়ার্ক প্রস্তুত এবং দেশের সমস্ত জায়গায় 5G নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: Jio Recharge Plan: ২০০-৩০০ টাকার কমে জিও- র ৪টি রিচার্জ প্ল্যান, রয়েছে প্রচুর সুযোগ-সুবিধা
সরকারি এই সংস্থা 5G নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। খুব শীঘ্রই দেশের সমস্ত জায়গায় 5G নেটওয়ার্ক পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) বিএসএনএল (BSNL) সম্পর্কে জানিয়েছেন যে, বিএসএনএল (BSNL)-এর গ্রাহক সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
যেহেতু অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়েছে তাই গ্রাহকরা অসন্তুষ্ট হয়ে বিএসএনএল (BSNL)-এর দিকে ঝুঁকে পড়েছে। কোম্পানির অগ্রগতিতে সরকার খুশি হয়ে এর পরিকাঠামো যাতে আরো উন্নত করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করেছেন।
আরও পড়ুন: Ration Card: রেশন পাবেন না রেশন কার্ড থাকলেও! দ্রুত এই কাজ নিন
বি এস এন এল (BSNL)-এর গ্রাহকরা যাতে ভালো নেটওয়ার্কের সুবিধা দীর্ঘ সময় পর্যন্ত পায় তার জন্য সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে BSNL-এর 4G নেটওয়ার্ক প্রস্তুত এবং 5G-পরিষেবা চালু করার জন্য কাজ শুরু করা হয়েছে।
বিএসএনএল (BSNL)-এর 5G নেটওয়ার্কের সুবিধা আশা করা যাচ্ছে আগামী ৬ মাসের মধ্যে দেশের সর্বত্র পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারতের অধীনে বিএসএনএল (BSNL) নেটওয়ার্কে পরিবর্তন আনছে।
Aadhaar Card থাকলেই ১০ লাখ টাকা পাবেন! কী ভাবে আবেদন করবেন এই সরকারী প্রকল্পে? রইলো বিস্তারিত
আর কয়েক মাসের মধ্যে BSNL-এর দেশীয় নেটওয়ার্ক সমস্ত দেশে 4G নেটওয়ার্ক চালু করবে। দিল্লি, চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মতো শহরে BSNL 5G-এর ট্রায়াল শুরু হবে। ট্রায়াল শেষ হলেই সমস্ত দেশে ইন্টারনেট শুরু করা হবে।
চালু করার জন্য সরকার একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। BSNL 5G-এর জন্য 700MHz, 2200MHz, 3300MHz এবং 26GHz স্পেকট্রাম ব্যান্ড সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে। আর বর্তমানে, BSNL 700MHz স্পেকট্রাম ব্যান্ডে 5G পরিষেবা ট্রায়াল করা হচ্ছে।
আরও পড়ুন: মাসে মাত্র ৩,৫০০ টাকা বিনিয়োগ করেই কোটিপতি! ফাটাফাটি রিটার্ন দিচ্ছে LIC-এর এই মিউচুয়াল ফান্ড স্কিম
আশা করা যাচ্ছে আর কয়েক মাসের মধ্যে বিএসএনএল (BSNL) সংস্থা তার ইন্টারনেটের পরিষেবা বৃদ্ধি করবে। আর এতে আরো বেশি সংখ্যক গ্রাহক বি এস এন এল (BSNL) পরিবারের অন্তর্ভুক্ত হবে।