BSF Recruitment 2025: বিএসএফ-এ নতুন নিয়োগ চলছে, কোন কোন পদে চাকরি? কী ভাবে আবেদন করবেন? @bsf.gov.in

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

BSF Recruitment 2025: বিএসএফ-এ নতুন নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ? কেমন হবে পরীক্ষার প্যাটার্ন? ভারতের সীমান্ত রক্ষী বাহিনী, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এ হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল (HCM) এবং অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর স্টেনো (ASI Steno) পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই পদের জন্য আবেদনকারীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) দিতে হবে। বিএসএফ শীঘ্রই এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করবে, যা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট (bsf.gov.in) থেকে ডাউনলোড করা যাবে।

এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক স্তরের পরীক্ষা রয়েছে, যার মধ্যে কম্পিউটার বেসড টেস্ট (CBT), স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন অন্তর্ভুক্ত। বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার প্রতিটি ধাপ বাধ্যতামূলক।

নিয়োগ প্রক্রিয়ার পর্যায়

বিএসএফ নিয়োগ পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হবে—

ফেজ ১ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) নেওয়া হবে।
ফেজ ২কম্পিউটার বেসড টেস্ট (CBT) অনুষ্ঠিত হবে।
ফেজ ৩স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন হবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: WB HS Result 2025: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জানালেন সংসদ সভাপতি

BSF Admit Card কীভাবে ডাউনলোড করবেন?

বিএসএফ হেড কনস্টেবল (HCM) এবং এএসআই স্টেনো (ASI Steno) নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) ডাউনলোড করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন—

✅ প্রথমে BSF-এর অফিসিয়াল ওয়েবসাইট (bsf.gov.in)-এ যান।
✅ হোমপেজে Admit Card Download লিঙ্ক খুঁজে বের করে ক্লিক করুন।
✅ আবেদনকারীকে নিজের লগইন ডিটেইলস দিয়ে প্রবেশ করতে হবে।
✅ লগইন করার পর স্ক্রিনে অ্যাডমিট কার্ড ভেসে উঠবে।
✅ এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন।
✅ ভবিষ্যতের প্রয়োজনে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে সংরক্ষণ করুন।

অন্যান্য নিয়োগের খবর: UPSC CAPF Recruitment

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এ অ্যাসিসট্যান্ট কম্যান্ড্যান্ট (ACs) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

🔹 মোট শূন্যপদ: ৩৫৭টি
🔹 অনলাইন রেজিস্ট্রেশন: ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
🔹 আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ
🔹 রেজিস্ট্রেশন লিঙ্ক: upsconline.gov.in

যারা সরকারি চাকরি (Government Jobs) খুঁজছেন, তারা দ্রুত আবেদন করুন!