BSNL Recharge Plan: BSNL সংস্থার তরফ থেকে গ্রাহকদের আরও অধিক পরিষেবা ও সুযোগ সুবিধা প্রদান করার জন্য একের পর এক নতুন নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হচ্ছে। অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিলেও বিএসএনএল (BSNL) সংস্থা এখনো অনেক কম দামে তাদের রিচার্জ প্ল্যানের মাধ্যমে একাধিক পরিষেবা দিচ্ছে।
তাই গ্রাহকরা অন্যান্য টেলিকম সংস্থা ছেড়ে এখন বিএসএনএল (BSNL)-এর দিকেই চলে যাচ্ছে। এছাড়াও বিএসএনএল (BSNL) সংস্থায় রিচার্জ প্ল্যান এর মূল্য অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অনেক কম।
আর এই গ্রাহকদের সন্তুষ্ট করতে বিএসএনএল (BSNL) সংস্থা সম্প্রতি নতুন একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করল। বিএসএনএল (BSNL)-এর রিচার্জ প্ল্যান এর মাধ্যমে ১৬০ দিনের বৈধতায় মোট ৩২০জিবি ডেটা পাওয়া যাবে চলুন এই রিচার্জ প্ল্যানের ব্যাপারে বিস্তারিত জেনে নেই।
BSNL-এর ৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান
BSNL-এর ৯৯৭ টাকার এই রিচার্জ প্ল্যানে সুবিধা হিসেবে থাকছে ১৬০ দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন ২ জিবি ডাটা, প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড কলিং এর সুবিধা। গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা গ্রহণ করতে পারবে।
আরও পড়ুন: Polygraph Test: পলিগ্রাফ টেস্ট কী? কেমন করে এর মাধ্যমে গোয়েন্দারা অপরাধীকে ধরে ফেলেন?
BSNL টেলিকম সংস্থা সমগ্র দেশে ইতিমধ্যেই টাওয়ার প্রতিস্থাপনের কাজ শুরু করে দিয়েছে। কিছু কিছু রাজ্যে 4G ইন্টারনেট শুরু হয়েছে। আর 5G পরিষেবা চালু করার কাজ পুরোদমে চলছে।
এই সংস্থার তরফ থেকে আগামী ২০২৫ সালের মধ্যে সমগ্র দেশে আরো অনেক বেশি পরিমাণে টাওয়ার প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সমগ্র দেশে সঠিকভাবে 4G নেটওয়ার্ক প্রতিস্থাপিত করার পর এই সংস্থা খুব শীঘ্রই 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করবে।
আরও পড়ুন: 5G অতীত, এবার ভারতে শুরু হতে চলেছে 6G পরিষেবা! Airtel-Jio-Vi-কে ‘আল্টিমেটাম’ সরকারের