BSNL-এর বাজিমাত! বাকিরা রিচার্জের দাম বাড়ালেও ১০০ টাকা দাম কমালো BSNL

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

জুলাই মাসের শুরু থেকেই দেশের শীর্ষস্থানীয় তিনটি মোবাইল সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। এই সংস্থাগুলি ১১% থেকে ২৫% রিচার্জের দাম বৃদ্ধি করেছে। রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার ফলে আম জনতার পকেটে বেশ ভালই টান পড়েছে।

তবে একদিকে যখন জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেলের (Airtel) মতো মোবাইল সংস্থাগুলি তাদের রিচার্জের দাম বৃদ্ধি করেছে, অপরদিকে বিএসএনএল (BSNL) এখনও তাদের রিচার্জের দাম অপরিবর্তিত রেখেছে। বর্তমান যুগে স্মার্টফোন এবং ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা যায় না। শুধু যোগাযোগ মাধ্যমের জন্যই নয় বিনোদনের মাধ্যমও এখন স্মার্টফোন। তাই রিচার্জের দাম যতই বৃদ্ধি হোক স্মার্টফোনে রিচার্জ করতে হবেই। এইজন্যই গ্রাহকরা এখন সস্তার রিচার্জ প্ল্যানের সন্ধানে আছেন।

এখন সমস্ত গ্রাহকরাই খুঁজছেন ইন্টারনেট পরিষেবার জন্য কোন রিচার্জ প্ল্যানটি সস্তায় হবে। ইন্টারনেট পরিষেবার জন্য অনেকের বাড়িতেই ব্রডব্যান্ড (Broadband) কানেকশন আছে। ব্রডব্যান্ড কানেকশনে মাসে একটা নির্দিষ্ট খরচেই আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যায়।

আরও পড়ুন: TATA-এর সাথে চুক্তি BSNL-এর! 4G আরও সস্তায় পাবেন?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এই মুহূর্তে দুটি কোম্পানিই দেশের কোণায় কোণায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিচ্ছে। জিও (Jio) সংস্থা একদিকে যেমন লঞ্চ করেছে জিও ফাইবার (JioFiber)। অপরদিকে বিএসএনএলও (BSNL) বিএসএনএল ফাইবার (Bharat Fiber) লঞ্চ করেছে।

জিও সংস্থা তাদের মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করলেও জিও ফাইবারের দাম একই রেখেছে। তবে এদিক থেকেও চমক দিচ্ছে বিএসএনএল। বিএসএনএল ফাইবারে ১০০ টাকা দাম কমিয়ে দিয়েছে বিএসএনএল সংস্থা। ব্রডব্যান্ড উপভোক্তারা এই খবরে রীতিমত খুশি হয়েছেন।

আরও পড়ুন: Budget 2024: এবার ২৫,০০ টাকা হবে ন্যূনতম মজুরি, বাজেটে আর কী উপহার দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন?

বিএসএনএল সংস্থা তাদের ব্রডব্যান্ড পরিষেবার দামে বিশেষ ছাড় ঘোষণা করেছে। বিএসএনএল ফাইবারের পরিষেবা ৪৯৯ টাকার পাওয়া যেত। সেই পরিষেবাটিই এখন ৩৯৯ টাকায় পাওয়া যাবে। তবে দাম কমে গেলেও সুবিধা কিন্তু আগের মতই রয়েছে। বিএসএনএল ফাইবারে ৩৯৯ টাকার রিচার্জটি করলে ৬০ এমবিপিএস স্পীডে ৩৩০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। শুধু এটুকুই নয় এই পরিষেবাতে ল্যান্ডফোনের মাধ্যমে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

তবে আগে থেকে জেনে রাখা ভালো, এই অফারটি শুধুমাত্র আগামী ৩ মাসের জন্যই থাকবে। ৩ মাস পর থেকে আবার ৪৯৯ টাকা দিয়েই এই পরিষেবাটি কিনতে হবে।

আরও পড়ুন: SBI Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া-তে নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

বিএসএনএল ফাইবার ব্রডব্যান্ডের জন্য আবেদন করবেন কীভাবে?

বিএসএনএল ফাইবার কানেকশন নতুন নিতে চাইলে প্রথমে আপনাকে নিজের ফোন থেকে ১৮০০৪৪৪৪ নম্বরে Hi লিখে পাঠাতে হবে। Hi লিখে পাঠালেই আপনার ফোনে বিস্তারিত চলে আসবে। এছাড়াও Bharat Fiber/BSNL Fiber-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ব্রডব্যান্ড কানেকশনের জন্য আবেদন করা যাবে। এছাড়াও আপনি চাইলে আপনার নিকটবর্তী বিএসএনএল অফিসে গিয়েও ব্রডব্যান্ড কানেকশনের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: SSC Big News: ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে! কী বড় নির্দেশ দিলো কোর্ট?