দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের দাম প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি করেছে। বর্ধিত রিচার্জের প্ল্যানগুলি জুলাই মাস থেকেই প্রযোজ্য হয়েছে।
কিন্তু দেশের নামিদামি সংস্থাগুলি যখন তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করতে ব্যস্ত, সেই সময় ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তাদের গ্রাহকদের জন্য একটি পকেট ফ্রেন্ডলি প্ল্যান বাজারে এনেছে।
বিএসএনএল (BSNL) ২৪৯ টাকার একটি নতুন প্ল্যান বাজারে এনেছে। এই প্ল্যানটিতে আপনি অনেক সুবিধা পাবেন, এছাড়া আপনার সঞ্চয়ও হবে।
বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বৃদ্ধি করেছে। রিলায়েন্স জিও (Jio) এবং এয়ারটেল (Airtel) জুলাই মাসের ৩ তারিখ থেকেই তাদের রিচার্জের দাম বৃদ্ধি করেছে। ভোডাফোন-আইডিয়া (Vi) ৪ জুলাই, ২০২৪ থেকে নতুন দাম কার্যকর করেছে।
রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি হওয়ার ফলে গ্রাহকদের খরচ বেড়ে যাচ্ছে। রিচার্জ প্ল্যান কেনার জন্য গ্ৰাহকদেরকে ৬০০ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। এর ফলে মধ্যবিত্তদের পকেটে বেশ ভালই চাপ পড়ছে।
আরও পড়ুন: Gold Price Today: সোনার দামে কী স্বস্তি পেলেন গ্রাহকরা? দাম কি কমল? দামের চার্ট দেখে নিন
বিএসএনএল (BSNL)-এর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান:
দেশের বড় বড় টেলিকম সংস্থাগুলি যখন নিজেদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে, বিএসএনএল (BSNL) তখন গ্রাহকদের কথা মাথায় রেখে ২৪৯ টাকার পকেট ফ্রেন্ডলি একটি প্ল্যান চালু করেছে। এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হল।
- বিএসএনএল (BSNL)-এর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে ৪৫ দিন পর্যন্ত। যেটি অন্যান্য প্ল্যানগুলির মেয়াদের তুলনায় অনেকটাই বেশি।
- এছাড়াও এই প্ল্যানটিতে ভারতের মধ্যে যেকোনো নেটওয়ার্কে সীমাহীন ফ্রি কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে।
- এই প্ল্যানটিতে মোট ৯০ জিবি ডেটা পাওয়া যাবে। যেটি দৈনিক ২ জিবি ডেটার সমান।
- এছাড়াও এই প্ল্যানটিতে দৈনিক ১০০টি করে এসএমএস (SMS) পাওয়া যাবে।
আরও পড়ুন: মাত্র ৫ দিনে ৩৮,০০০ কোটি টাকা আয়! বাজার কাঁপাচ্ছে রতন টাটার এই সংস্থা
বিএসএনএল (BSNL)-এর কম দামে এরকম একটি রিচার্জ প্ল্যানের পরিকল্পনার মূল লক্ষ্য হল গ্রাহকদের সাশ্রয়ী মূল্য প্রদানের সঙ্গে সঙ্গে তাদের আর্থিক বোঝা কমানো।
BSNL VS Airtel:
কোনটি ভালো তা তুলনা করার জন্য বিএসএনএল (BSNL)-এর রিচার্জ প্ল্যানের সঙ্গে এখানে এয়ারটেলের রিচার্জ প্ল্যানের অফারটি তুলে ধরা হল।
আরও পড়ুন: Flipkart G.O.A.T Sell: iphone; স্মার্ট টিভি থেকে হোম অ্যাপ্লায়েন্সে ৮০%-এর বিরাট ছাড় ফ্লিপকার্ট-এ!
Airtel-এর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান:
এয়ারটেলের ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানটিতে দৈনিক ১ জিবি করে ডেটা পাওয়া যায়।
BSNL-এর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান:
বিএসএনএল-এর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৪৯ দিন। বিএসএনএল-এর এই প্ল্যানটিতে দৈনিক ২ জিবি করে ডেটা পাওয়া যায়।
বিএসএনএল-এর প্ল্যানটি এয়ারটেলের তুলনায় গ্রাহকদেরকে অতিরিক্ত ১৭ দিনের পরিষেবা প্রদান করছে। এছাড়াও এয়ারটেলের তুলনায় বিএসএনএল দৈনিক ১ জিবি করে ডেটা বেশি দিচ্ছে।
বিএসএনএল (BSNL)-এর লক্ষ্য:
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি মোবাইল সংস্থাগুলি তাদের রিচার্জের প্ল্যান ক্রমাগত বৃদ্ধি করায় মধ্যবিত্ত গ্রাহকদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছিল। তাই বিএসএনএল একটি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান লঞ্চ করে গ্রাহকদের চিন্তামুক্ত করতে চাইছে। এছাড়াও বিএসএনএল কম খরচে দীর্ঘমেয়াদি এবং বেশি ডেটাযুক্ত প্ল্যান প্রদানের মাধ্যমে প্রতিযোগিতামূলক টেলিকম বাজারে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।