চোরের দিন শেষ! ফোন চুরি হলেই লক হয়ে যাবে ফোন! পদ্ধতি জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যে তা হারানো বা চুরি যাওয়ার কথা যেন আমরা কল্পনাতে আনতে পারি না। তবে সেটা দামের জন্য নয়, এই ফোনের মধ্যে আমাদের প্রাথমিক জীবনের প্রায় সমস্ত তথ্য ও নথি সংরক্ষণ করা থাকে।

তাই এই ফোন যদি কারো হাতে পড়ে তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা সর্বাধিক। কিন্তু আজকাল ফোন চুরির ঘটনা বা হারিয়ে যাওয়ার মত ঘটনা এতটাই বেড়ে গিয়েছে যে প্রতিদিন কারো না কারো ফোন চুরি যাচ্ছে।

এই অবস্থায় ফোন চুরি গেলে যাতে সমস্ত তথ্য সঠিক থাকে তার ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হয়। টেক জায়ান্ট সংস্থা এই সমস্যার কথা ভেবে সমাধানের একটি পথ বের করেছে। ফোন চুরি হয়ে গেলেও ইউজারদের সমস্ত তথ্য যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে এই সংস্থা।

আরও পড়ুন: ১, ২ না কি ৩? সর্বোচ্চ ক’টা Bank Account খুলতে পারবেন? এ বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম কী?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

গুগল একটি নতুন পদ্ধতি নিয়ে এসেছে যার নাম হলো ‘থেফট ডিটেকশন লক’। অর্থাৎ ইউজারদের ফোন অন্য কোন হাতে গেলেই তার সমস্ত তথ্য নিজে থেকেই লক হয়ে যাবে। তবে এ নতুন পদ্ধতিটি আউট হচ্ছে মার্কিন মুলুকের অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য।

সম্প্রতি বাজারে একটি নতুন ফোন এসেছে যার নাম হলো Xiaomi 14T Pr। এই ফোনের স্পেশালিটি বিশেষত্ব হলো এই ফোনের মধ্যে এই নতুন ফিচারসটি রয়েছে। মিশাল রহমান নামের একজন এ বিষয়টি প্রথম লক্ষ্য করেছিলেন আর এই বিষয়ে তিনি রিপোর্টও করেছিলেন।

আরও পড়ুন: এবার বাড়িতে বসেই আধার কার্ড বানাতে পারবেন, রইলো পদ্ধতি

চোরের হাত থেকে ফোন যাতে সুরক্ষিত থাকে তার জন্য এই ফোনের মধ্যে যে ফিচারস রয়েছে তার তিনটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য গুলি হল চুরি শনাক্তকরণ লক, অফলাইন ডিভাইস লক এবং রিমোট লক।

‘থেফট ডিটেনশন লক’ ফিচারের মধ্যে যে মডেল ব্যবহার করা হয়েছে সেটি হলো মেশিন লার্নিং মডেল। চোর যদি ইউজারের ফোন থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে তাহলে এই ফিচার সেটি বুঝতে পারে। আর চোর যখন ফোন নিয়ে দৌড়ে পালায় বা গাড়িতে করে পালানোর চেষ্টা করে তখনই এই ফিচার সক্রিয় হয়ে যায়।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘থিফট ডিটেনশন লক’ ফিচার ওই সময় স্বয়ংক্রিয়ভাবে অন হয়ে যায়। অর্থাৎ এই ফিচারের মাধ্যমে চোর ফোন চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই সময় ফোন সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। ফোনের মধ্যে থাকা কোন তথ্যে হাত দিতে পারবে না।

আরও পড়ুন: RBI Recruitment 2024: ২.২৫ লক্ষ টাকা বেতনে RBI-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন?

আর চোর যদি ফোন চুরি করে নিয়ে গিয়ে দীর্ঘ সময় পর্যন্ত ফোনের ইন্টারনেট বন্ধ করে রাখে তাহলে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি ফিচার চালু হবে। সেটি হল অফলাইন ডিভাইস লক ফিচার। আর এই ফিচারের মাধ্যমে অফলাইনেও চোর আর ফোন খুলতে পারবে না।

ফোনের মধ্যে থাকা আরও একটি ফিচারস রয়েছে যেটি অত্যন্ত কার্যকরী। এই ফিচার এর নাম হলো রিমোট লক ফিচার। এই ফিচারের মাধ্যমে ইউজারের হাত থেকে ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় ইউজার প্রয়োজনে চুরি যাওয়া ফোন দূর থেকে লক করতে পারেন।

এই কাজটি করতে হয় ফাইন্ড মাই ডিভাইস ম্যানেজারের সাহায্যে। এতে ইউজারের সমস্ত ডেটা থাকবে সুরক্ষিত। চলতি বছর আগস্ট মাস থেকে গুগল এই বিটা ফিচারগুলি টেস্ট করে দেখছে।

সবকিছু ঠিকঠাক করে এই ফিচারস অ্যান্ড্রয়েড ইউজারদের ফোনে সেট করা হবে আর এন্ড্রয়েড ইউজাররা এগুলো ব্যবহার করতে পারবে। এর কাজটি করা যাবে সেটিংসে গিয়ে।

সেখান থেকে গুগল এবং তারপর গুগল সার্ভিস মেনুতে ক্লিক করতে হবে। তাহলে এই ফিচার্স ব্যবহার করা যাবে। কিন্তু অ্যান্টি থেফট ফিচার ব্যবহার করার জন্য ইউজারদের গুগল প্লে সার্ভিসের লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে।