Flipkart Big Billion Days 2024: আর কিছুদিন পরেই Flipkart Big Billion Days শুরু হতে যাচ্ছে। প্রতিবছর দুর্গাপুজোর সময় ফ্লিপকার্ট কোম্পানি গ্রাহকদের উদ্দেশ্যে এই সেলের ঘোষণা করে থাকে। আর অন্যান্য বছরের মত এই বছরও সেরা ডিসকাউন্ট ও ডিল নিয়ে আসছে বছরের সেরা ও সবথেকে বড় সেল।
যারা ভালো একটি স্মার্ট ফোন বা ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা এই সেলে দুর্দান্ত ছাড়ে কিনতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো flipkart এর এই সেলে কোন কোন স্মার্ট ফোন গুলির উপর ডিসকাউন্ট হতে পারে এবং কেনার সময় কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে।
নিম্নলিখিত স্মার্টফোনগুলোর উপর সেল পাওয়া যেতে পারে-
১) Samsung galaxy S24 এই ফোনটি ছেলে ৫০০০০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
আরও পড়ুন: Teacher Recruitment: ৭,২৭৯ জন শিক্ষক নিয়োগ করা হবে! কারা আবেদন করতে পারবেন? রইলো বিস্তারিত
২) OnePlus 11R এই ফোনটির দাম বর্তমানে ২৯ হাজার টাকা। কিন্তু ফ্লিপকার্ট সেলে ২৫০০০ টাকা থেকে ২৬ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
৩) OnePlus 12 বর্তমানে এই ফোনটির দাম ৪০ হাজার টাকা। কিন্তু ফ্লিপকার্ট সেল থেকে পাওয়া যাবে ৩৩০০০ থেকে ৩৬ হাজার টাকায়।
আরও পড়ুন: পুজোর উপহার! প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা! বিরাট ঘোষণা সরকারের
৪) Samsung Galaxy S23 এই ফোনটি ফ্লিপকার্ট সেল থেকে ৩৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে।
৫) Motorola Moto H50 Pro এই ফোনটি পাওয়া যাবে ২৬ হাজার টাকা থেকে ২৭ হাজার টাকায়।
৬) iPhone 15 এই ফোনটি ৪৯ হাজার ৯৯৯ থেকে ৫২ হাজার টাকায় পাওয়া যাবে।
৭) iPhone 15 Plus এটি ৬৫০০০ থেকে ৬৬ হাজার টাকায় মধ্যে পাওয়া যাবে।
আরও পড়ুন: Jio offers: ‘ফ্রি’-তে ১ বছরের রিচার্জ জেতার দারুণ সুযোগ! বিরাট ঘোষণা Jio-র
৮) Nothing Phone 2 এই ফোনটি ১৯ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় পাওয়া যাবে।
৯) Vivo V4 Pro এই ফোনটি পাওয়া যাবে ৪১ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকায়।
১০) Realme GT 630 এই ফোনটি পাওয়া যাবে ২৫ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকায়।
অনেকে ঠিক করেছেন পুজোর অফারে ফোন অর্ডার করবেন। এতে অনেক টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে ফোন কেনার সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনি কেমন ফোন নিবেন এবং তার ফিচারস কেমন চাইছেন সেই বিষয়ে আগে সিদ্ধান্ত নিয়ে তবে ফোন অর্ডার করুন।
আরও পড়ুন: ২০০ টাকার কমে সেরা রিচার্জ প্ল্যান Jio এবং Airtel-এর! রয়েছে আনলিমিটেড কলিং এবং ডেটা
কোন ফোনের উপর কিরূপ ডিসকাউন্ট থাকছে এবং কতটা সময় পর্যন্ত ডিসকাউন্ট থাকছে সেগুলি ভালো করে যাচাই করুন এবং ডিসকাউন্ট এর ব্যাপারে সবসময় সজাগ থাকুন যাতে অফারের নির্দিষ্ট সময়ে ফোন অর্ডার করতে পারেন।
আপনার পছন্দের ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্ত নিতে না পারলে ফ্লিপকার্টের প্রিভিউ ডিল গুলি দেখতে পারেন সেখান থেকে আপনার পছন্দের স্মার্টফোনটি উইশ লিস্টে যোগ করতে পারেন। যাতে পরবর্তীতে খুব সহজেই তা খুঁজে পেতে পারেন।
আরও পড়ুন: Big News: ৫০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে! এই নতুন স্কিম চালু করছে কেন্দ্র সরকার, জানুন বিস্তারিত
ফোন অর্ডার করার সময় খেয়াল রাখুন ব্যাংকের উপর কিরূপ অফার রয়েছে এবং ক্যাশব্যাক সম্পর্কে বিস্তারিত তথ্য কিরূপ রয়েছে। আপনার নির্ধারিত বস্তুটি অর্ডার করার আগে এই সম্পর্কে বিস্তারিত জানুন যে সেলটি কতক্ষণ বর্তমান থাকবে এবং আপনি নির্ধারিত সেলের উপর কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন।
ফ্লিপকার্টের এই সেলে সমস্ত বিষয়গুলি খেয়াল রেখে যদি আপনি ফোন অর্ডার করেন তাহলে এর থেকে নিশ্চিত আপনি অনেক টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। তবে আগে থেকে খোঁজ খবর রাখুন কবে থেকে এই সেল চালু হচ্ছে এবং সেল শুরু হওয়ার পরপরই আপনার পছন্দের স্মার্টফোন অর্ডার করে দিন।