যারা অনলাইনে শপিং করতে ভালোবাসেন তাদের জন্য বিশেষ সুখবর। বিশেষ করে যারা flipkart-এ শপিং করেন তাদের জন্য দারুন খবর এটি। খুব শীঘ্রই Flipkart-এ আসতে চলেছে G.O.A.T সেল। G.O.A.T–এর অর্থ হল সর্বকালের সেরা। এই ছেলে গ্রাহকরা তাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্রাদী অনেক কম দামে পেয়ে যাবে। এমন তথ্য ফ্লিপকার্ট-এর তরফ থেকে পাওয়া গিয়েছে।
টিভি এবং অ্যাপ্লায়েন্স কিনলে সেই দিক থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি Samsung এর মত বড় ব্র্যান্ডের টিভি অনেক কম দামে পাওয়া যাবে। এছাড়া অনেক কম দামে কিনতে পারবেন মিক্সার, ওয়াশিং মেশিন, RO, প্রিন্টার ইত্যাদি।
Flipkart-এর দেওয়া তথ্য অনুযায়ী এই সে Axis Bank, HDFC ব্যাঙ্ক, IDFC ফার্স্ট ইত্যাদি ব্যাংকের গ্রাহকরা জিনিসপত্র কিনলে ১০% তাৎক্ষণিক ছাড় পাবে। তবে কবে সেই শেল আসবে সে ডেট এখনো প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: ICDS Job 2024: মাধ্যমিক পাশেই অঙ্গনওয়াড়িতে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন
কেনাকাটা ছাড়াও ফ্লিপকার্টে Flipkart) আরো একটি নতুন ফিচার যুক্ত হয়েছে এখন আপনি ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে শপিং ছাড়াও ইলেকট্রিক বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, ফাস্ট্যাগ রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ ইত্যাদি করতে পারবেন।
আরও পড়ুন: Airtel recharge plan: ১০০ টাকার কমে চমকে দেওয়ার মত রিচার্জ প্ল্যান আনলো Airtel! তালিকা দেখে নিন