Gold Price Today: ক্রমাগত বেড়েই চলেছে সোনার দাম। গতকাল থেকে আজ শনিবার সোনার দাম আরও বৃদ্ধি পেয়েছে। ১ গ্রাম ২২ ক্যার্যাট সোনার দাম গতকাল ছিল ৬৯৩৫ টাকা। আজ শনিবার গ্রাম পিছু সোনার দাম ৪২ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে কি সোনার দাম সাধ্যের বাইরেই কি একেবারে চলে যাবে? সোনা কিনতে আজকে কত খরচ হবে সেটি একটি রেট চার্টের মাধ্যমে দেখানো হল।
আজ শনিবার (১৩ জুলাই, ২০২৪) সোনার দামের রেট:
সোনা | ওজন | দাম |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৭০৬ টাকা |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৬১৫ টাকা |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৯৪২ টাকা |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭২৬৯ টাকা |
এছাড়াও আজকে রুপোর দর:
রুপো(৯৯৯) | ১ কেজি | ৯২,০৬৮ টাকা |
আরও পড়ুন: ২০০GB ডেটা সহ আনলিমিটেড কলিং মিলছে Airtel-এর এই সবথেকে সস্তা পোস্টপেইড প্ল্যানে!
যেকোনো অনুষ্ঠানেই সোনা উপহার দেওয়াই বেশিরভাগ জন পছন্দ করেন। তবে সোনা-রুপোর দর দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। প্রতিদিনই সোনার দাম ওঠানামা করতে থাকে।
আজ শনিবার সোনার দাম বৃদ্ধি পেল
গ্রাম প্রতি সোনার দাম আবারও বৃদ্ধি পেল আজ (Gold Rate Today)। আজ ১৮ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৭০৬ টাকা। ২২ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়ে হয়েছ ৬৯৪২ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ৭২৬৯ টাকা। আজ ২২ ক্যারেট সোনা বিক্রি করলে (Gold Price Today) তার জন্য ৬৬১৫ টাকা দাম পাবেন। আজকে প্রতি কেজি রুপোর দাম ৯২,০৬৮ টাকা। আজ রুপোর দাম অনেকটাই কমে গিয়েছে।
আরও পড়ুন: ICDS Job 2024: মাধ্যমিক পাশেই অঙ্গনওয়াড়িতে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন
কীসের ওপর সোনার বিশুদ্ধতা নির্ভর করে
ক্যারেটের উপর নির্ভর করে সোনা কতটা খাঁটি হবে। ২৪ ক্যারাটের সোনা সবথেকে খাঁটি হয়। অর্থাৎ সোনায় অন্য কোনো ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কম হবে তত সোনায় খাদ বেশি মেশানো থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, ১৮ ক্যারেটের সোনায় ২৫ শতাংশ অন্য ধাতু মেশানো থাকে। মাত্র ৭৫ শতাংশই সোনা থাকে।
আরও পড়ুন: Airtel recharge plan: ১০০ টাকার কমে চমকে দেওয়ার মত রিচার্জ প্ল্যান আনলো Airtel! তালিকা দেখে নিন