Gold Price Today: সোনার দাম এই মাসে ক্রমশই কমছে। সোনার দাম গত কয়েকদিনে বেশ কমেছিল। আজও অনেকটাই কমেছে সোনার দাম।
মূল্যবান ধাতু হল সোনা। যতই সোনা কেনা হবে সম্পদ ততই বাড়তে থাকে। এই কারণে বরাবরই সোনার চাহিদা বেশি থাকে।
অনেকেই সোনার দামের (Gold Price) উপর নির্ভর করে সোনা কেনেন। আসুন কলকাতায় সোনার দাম কত সেটি আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Calcutta High Court: ২০২২ সালের প্রাইমারী টেটে ২৪টি প্রশ্নই ভুল! কমিটি গড়লো কলকাতা হাইকোর্ট
কলকাতায় সোনার দাম (Gold Price in Kolkata)
কলকাতায় বৃহস্পতিবার দিন প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৬৮০ টাকা। বুধবার দিন প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৭১০ টাকা।
কলকাতায় বৃহস্পতিবার দিন প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম (Gold Price) ছিল ৭ হাজার ২৮৭ টাকা। বুধবার দিন প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩২০ টাকা ছিল।
বৃহস্পতিবার দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৬ হাজার ৮০০ টাকা। বুধবার দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৭ হাজার ১০০ টাকা।
আরও পড়ুন: Bsnl new plan: Jio, Airtel-কে টেক্কা দিতে তৎপর BSNL! ফের বাজারে আনল এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান
বৃহস্পতিবার দিন ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম (Gold Price) ছিল ৭২ হাজার ৮৭০ টাকা। বুধবার দিন ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৭৩ হাজার ২০০ টাকা ছিল।
চলতি অগস্ট মাসে সোনা অনেকটাই সস্তা হয়েছিল। এই মাসের শুরুতে অনেকটাই কমেছিল সোনার দাম।
কলকাতায় গত ৭ই অগস্ট ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৩৫০ টাকা ছিল। সেদিন ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৯২৭ টাকা ছিল।