গুগল প্লে স্টোরে (Google Play Store) শীঘ্রই বড়সড় বদল আসতে চলেছে। একাধিক অ্যাপ বন্ধ হতে চলেছে ১ সেপ্টেম্বর থেকে।
বিশ্বের কোটি কোটি অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। গুগল (Google) কোয়ালিটি কন্ট্রোলের জন্যই এরূপ সিদ্ধান্ত নিয়েছে। ইউজারদেরকে ম্যালওয়ারের হাত থেকে বাঁচানোর জন্যই থার্ড পার্টি অ্যাপগুলির উপর বিধিনিষেধ জারি করা হচ্ছে, এমনটাই জানিয়েছে টেক জায়ান্ট সংস্থা।
গুগল প্লে স্টোরের (Google Play Store) থার্ড পার্টি স্টোরগুলিতে ১ সেপ্টেম্বর থেকে আর APK আপলোড করা যাবে না। ইউজার এক্সপেরিয়েন্স এবং মার্কেটিংয়ের জন্য গুগলের তরফ থেকে নেওয়া এখনও পর্যন্ত এটিই সব থেকে বড় পদক্ষেপ।
আরও পড়ুন: প্রতি মাসে প্রচুর টাকা হাতে আসবে, দুর্দান্ত পলিসি নিয়ে এল LIC
একটি ক্রিপ্টো অ্যাপ গুগলের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে। এক মহিলা জানাচ্ছেন, একটি ক্রিপ্টো অ্যাপ তিনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলেন। তবে তাকে সেই অ্যাপটির জন্য প্রতারকদের খপ্পরে পড়তে হয়।
গুগল (Google) এই অভিযোগের পরেই গুগল প্লে স্টোরের (Google Play Store) নিয়ম বদল করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুসারে, বর্তমানে গুগল প্লে স্টোর থেকে থার্ড পার্টি স্টোরের কোন অ্যাপের APK ডাউনলোড করা যাবে না।
তবে এটাই প্রথম নয়, এর আগেও বহুবার একাধিক নামীদামী সংস্থা প্লে স্টোর নিয়ে গুগলের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। অভিযোগ এসেছে প্লে স্টোরের কারণে মেটা সহ অনেক নিরাপত্তা ও প্রযুক্তি সংস্থার অ্যান্ড্রয়েডের নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। এর ফলে গুগলও প্লে স্টোর থেকে অনেক অ্যাপ সরিয়ে দিচ্ছে।
আরও পড়ুন: Supreme Court: আরজি কর মামলায় কোন বড় তথ্য সামনে এলো? সুপ্রিম কোর্টে জানাল CBI
এর মধ্যে বেশিরভাগ অ্যাপের বিরুদ্ধেই ম্যালওয়ার পাঠানোর অভিযোগ উঠেছে। গুগল প্লে স্টোরের অনেক অ্যাপের মাধ্যমে ইউজারদের ব্যক্তিগত তথ্য এবং ডেটা মাইনিং প্রতারকরা চুরি করে বলে অনেকে অভিযোগও করেছেন।
সুইজারল্যান্ডের ইপিএফএল কয়েকদিন আগেই গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমের ৩১টি গলদ বের করেছিল। এর সাথে নিরাপত্তা সতর্কতাও জারি করেছিল।
আরও পড়ুন: Gold Price Today: আরও কমে গেল সোনার দাম! আজ কলকাতায় দাম কত?
তবে গুগল (Google)-এর তরফ থেকে দাবি করা হয়েছে যে, এই রকম অ্যাপের খোঁজ পাওয়া গেলেই তাদের দল যথাযথ পদক্ষেপ নিয়ে থাকে। গুগল এখন অ্যান্ড্রয়েড ইউজারদের নিরাপত্তার কথা ভেবে প্লে স্টোরে এইরকম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ইউজারদের ব্যক্তিগত তথ্যের নাগাল থার্ড পার্টি আর পাবেনা।
আরও পড়ুন: Calcutta High Court: ২০২২ সালের প্রাইমারী টেটে ২৪টি প্রশ্নই ভুল! কমিটি গড়লো কলকাতা হাইকোর্ট