Aadhaar Card: বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। এই আধার কার্ড (Aadhaar Card) পরিচয় পত্র হিসেবে নাগরিকত্বের প্রমাণ বহন করে। পাশাপাশি প্রায় সব ধরনের অফিসিয়াল কাজের ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। তাই প্রতিটি মানুষের আধার কার্ড (Aadhaar Card) থাকা ভীষণ জরুরি।
অনেকে মনে করেন আধার কার্ড (Aadhaar Card) বানানো ভীষণ ঝামেলার একটি কাজ। তবে এই আধার কার্ড (Aadhaar Card) বানাতে এখন খুব বেশি, ঝুঁকি পোহাতে হয় না কম সময়ের মধ্যে খুব কম নথিপত্র দিয়ে আধার কার্ড বানানো যায়। বর্তমানে আধার কার্ডে (Aadhaar Card) আবেদন প্রক্রিয়া খুব সহজ হয়েছে। দুটি পদ্ধতির মাধ্যমে আধার কার্ড (Aadhaar Card) তৈরি করা যায়।
প্রয়োজনীয় নথিপত্র
আধার কার্ড (Aadhaar Card) তৈরি করতে যেসব নথিপত্র লাগবে সেগুলি হল নিম্নরূপ-
আরও পড়ুন: RBI Recruitment 2024: ২.২৫ লক্ষ টাকা বেতনে RBI-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন?
১) ভোটার আইডি
২) পাসপোর্ট বা প্যান কার্ড
৩) জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট
৪) ড্রাইভিং লাইসেন্স
৫) বিদ্যুৎ বিল
৬) জলের বিল এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট
আরও পড়ুন: ২ লক্ষ টাকা বেতনে IRCTC-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?
এর মধ্যে কোন একটি যদি না থাকে তাহলে বিকল্প পদ্ধতি হিসেবে পরিবারের প্রধানের আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করে আবেদন করা যাবে। সেই ক্ষেত্রে পরিবারের প্রধানের কিছু নথিপত্র লাগবে। এই নথিপত্রগুলি হল বৈধ পরিচয়ের প্রমাণ (পিওআই) এবং ঠিকানার প্রমাণ (পিওএ)।
আধার কার্ড (Aadhaar Card) বানানোর জন্য সব প্রথমে যে কাজটি করতে হবে সেটি হল ইউআইডিএআই এর মূল অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এ গিয়ে আপনার এলাকার কাছাকাছি কোথায় আধার তালিকাভুক্তি কেন্দ্র রয়েছে তা দেখে নিতে হবে।
আরও পড়ুন: BSNL Recharge Offer: দিনে মাত্র ৩ টাকাতেই BSNL দিচ্ছে পুরো ১ বছরের ভ্যালিডিটি, পাবেন কলিং এবং ডেটাও
সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় নথিপত্রের দ্বারা আধার কার্ডের (Aadhaar Card) জন্য আবেদন করতে হবে। প্রাথমিক তথ্য হিসেবে আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং যোগাযোগের তথ্য গুলি প্রদান করার পর বায়োমেট্রিক তথ্যগুলো দিতে হবে।
এই বায়োমেট্রিক তথ্য হিসেবে আপনার আঙ্গুলের ছাপ এবং আইরিস স্ক্যান করতে হবে। সমস্ত তথ্য জোগাড় করে আপনাকে আবেদন পত্রটি জমা করতে হবে। আপনার জমা দেওয়ার সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে যাচাইয়ের পর আপনার আবেদন গ্রহণযোগ্য হবে।
আধার কার্ড (Aadhaar Card) পাওয়ার জন্য আপনাকে একটি স্বীকৃতি স্লিপ দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার সমস্ত তথ্য যাচাইয়ের পর আপনার বাড়ির ঠিকানায় আধার কার্ড এক মাস বা তার পরে পৌঁছে দেওয়া হবে। অথবা আপনি চাইলে নির্দিষ্ট সময় পর জরুরী কাজের জন্য আধার কার্ড (Aadhaar Card) ডাউনলোড করে নিতে পারেন।