Google Pay: ২০০০ টাকা প্রতিদিন আয় করুন গুগল পে থেকে! রইলো সহজ পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Make Money from Google Pay: বর্তমান ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমেই মানুষে বেশিরভাগ কাজ করে থাকেন। অনলাইন রিচার্জ করা, ইলেক্ট্রিসিটি বিল জমা দেওয়া ইত্যাদি দৈনন্দিন কাজের জন্য একাধিক অ্যাপ রয়েছে।

কোনো ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ হস্তান্তর করা অনলাইন রিচার্জ করা কিংবা অনলাইনে ইলেকট্রিসিটি বিল জমা দেওয়া ইত্যাদির মাধ্যমে আপনি বাড়িতে বসেই এবার থেকে উপার্জন করতে পারবেন।

আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো কিভাবে Google Pay অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসেই দুই হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো কিভাবে Google Pay অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসেই দুই হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

আরও পড়ুন: Jio-র ধামাকা অফার! আনলিমিটেড ইন্টারনেট সহ ১২টি ফ্রি OTT! জানুন বিস্তারিত অফার আনল Jio

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আপনি যদি প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা গুগল পে (Google Pay) অ্যাপের মাধ্যমে উপার্জন করতে চান সে ক্ষেত্রে আপনাকে দুটি পদ্ধতি মানতে হবে। প্রথম পদ্ধতিটি হল ক্যাশব্যাক অফার এবং দ্বিতীয় পদ্ধতিটি হল Google Pay অ্যাপ রেফারেল।

এই দুটি পদ্ধতি অনুসরণ করে ইতিমধ্যেই অনেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন। কিন্তু এই অ্যাপটি সম্পর্কে এখনও পর্যন্ত অনেক মানুষই জানেন না। আসুন তাহলে Google Pay Earning Tricks সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: ২ লক্ষ ২৫ হাজার টাকা বেতনে রাজ্যের খাদ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

ক্যাশব্যাক অফারের মাধ্যমে উপার্জন (Google Pay Cash Back Offer)

আমরা প্রায় সকলেই Google Pay-এর মাধ্যমে বাড়িতে অনেক কাজকর্ম করে থাকি। যেমন মোবাইল রিচার্জ, ব্রডব্যান্ড রিচার্জ, DTH বা কেবল টিভি রিচার্জ, গ্যাস সিলিন্ডার বুকিং, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট , অন্য ব্যক্তির কাছে অর্থ হস্তান্তর ইত্যাদি একাধিক কাজ Google Pay-এর মাধ্যমে আমরা করে থাকি।

Google Pay অ্যাপের মাধ্যমে এই সমস্ত লেনদেনের জন্য ক্যাশব্যাক প্রদান করা হয়। এছাড়াও Google Pay-এর মাধ্যমে ক্যাশব্যাক ছাড়াও আরও একাধিক অফার প্রদান করা হয়ে থাকে। এই অফারগুলির সাহায্যে আপনি অধিক পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।

আরও পড়ুন: Holiday List: টানা বন্ধ থাকছে রাজ্যের স্কুল- কলেজ-অফিস, দেখে নিন ছুটির তালিকা

Google Pay রেফারেলের মাধ্যমে অর্থ উপার্জন

আপনি যদি আপনার Google Pay-এর নিজস্ব লিঙ্ক অন্য কোন ব্যক্তিকে শেয়ার করে থাকেন এবং সেই ব্যক্তি যদি সেই লিঙ্কের মাধ্যমে Google Pay অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনি Google Pay-এর তরফ থেকে ১০১ টাকা অবধি ক্যাশব্যাক পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ২০১ টাকা পর্যন্তও ক্যাশব্যাক পাওয়া যায়। সেই অ্যাপের মাধ্যমে উক্ত ব্যক্তিটি যদি আপনার সাথে অর্থ লেনদেন করেন তাহলে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন।

আরও পড়ুন: Gold Price Today: ভুলে যান সোনা, একদিনেই ৫০০০ টাকা সস্তা হল রুপো! সপ্তাহান্তে সোনা-রুপোর দর কত?

উক্ত ব্যক্তিটি যদি Google Pay অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সঙ্গে লেনদেন নাও করে থাকেন তাহলেও আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ২০০ টাকা পাঠিয়ে ১০১ থেকে ২০১ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। এছাড়াও Google Pay অ্যাপের লিঙ্ক আপনি যদি ৫ জন ব্যক্তিকে শেয়ার করেন তাহলে আপনি ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন।

Google Pay অ্যাপ ডাউনলোডের পদ্ধতি

(১) Google Play Store অ্যাপটি প্রথমে আপনাকে ওপেন করতে হবে।

আরও পড়ুন: মাত্র ১০৭ টাকার প্ল্যান, সস্তার ট্যারিফে Jio-Airtel-এর থেকে এগিয়ে BSNL

(২) এরপর Google Play Store অ্যাপে গিয়ে সার্চ অপশন থেকে Google Pay লিখে আপনাকে সার্চ করতে হবে।

(৩) সেখান থেকে Google Pay অ্যাপটি ইনস্টল (Install)-এর অপশন আপনি দেখতে পাবেন। সেই ইনস্টল (Install) অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে।

(৪) এরপর Google Pay অ্যাপটি আপনার ফোনে ইনস্টল (Install) হয়ে যাবে।