মেট্রো রেলে UPI পদ্ধতিতে পেমেন্ট করবেন কী ভাবে? বিস্তারিত জানাল কর্তৃপক্ষ

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

অবশেষে যাত্রীদের কথা ভেবে টিকিট কাটার ক্ষেত্রে ইউপিআই (UPI) পদ্ধতি আনল মেট্রো রেল (Metro Railway) কর্তৃপক্ষ। এরফলে টিকিট কাটা আরও সহজ হল। এক্ষেত্রে খুচরো পয়সার যে সমস্যা ছিল তাও কিছুটা কমানো গেল। একটি ভিডিয়ো বার্তায় মেট্রো রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন কীভাবে এই ইউপিআই (UPI) পদ্ধতিতে টিকিট কাটতে হবে। তাঁর ভিডিয়ো বার্তায়-এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

পেমেন্ট কী ভাবে করবেন?

কৌশিক মিত্র তাঁর ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, স্মার্ট কার্ড কেনা থেকে শুরু করে স্মার্ট কার্ড রিচার্জ কিংবা টোকেন কেনার সময় ইউপিআই (UPI) পদ্ধতিতে পেমেন্ট করা যাবে। এরজন্য ওই যাত্রীকে প্রথমে মেট্রো কাউন্টারে গিয়ে জানাতে হবে তিনি পেমেন্ট ইউপিআই (UPI) পদ্ধতিতে করতে চান। এরপর ওই কাউন্টারে যে মেট্রো কর্মী থাকবেন তিনি যাত্রীকে একটি কোড দেবেন, সেই কোডটি স্ক্রিনে ভেসে উঠবে। এরপর সেই কোডটি স্ক্যান করেই পেমেন্ট করতে পারবেন যাত্রী। মেট্রোরেলের সব কাউন্টারে যাত্রীরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Railway)।

ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে যাত্রীদের তরফে

মেট্রো রেল (Metro Railway) কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি চালু হওয়া এই ইউপিআই (UPI) পদ্ধতিতে পেমেন্টে যাত্রীরা ব্যাপক সাড়া দিয়েছে। মেট্রো রেল (Metro Railway) কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নতুন ইউপিআই (UPI) পদ্ধতি চালু হতেই এর মাধ্যমে পেমেন্ট করতে যাত্রীদের ব্যাপক উৎসাহ চোখে পড়েছে। এই পদ্ধতি চালু হওয়ায় একদিকে যেমন খুচরো নিয়ে ভোগান্তিও এড়ানো গিয়েছে অন্যদিকে সময়ের সাশ্রয় হয়েছে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের প্রথম সপ্তাহেই অর্থাৎ ১ থেকে ৮ জুলাই ২০২৪ পর্যন্ত প্রায় ২৫% যাত্রী এই নতুন ইউপিআই (UPI) পদ্ধতিতে পেমেন্ট করেছেন। এক্ষেত্রে শিয়ালদা, এসপ্ল্যানেড, হাওড়া, হাওড়া ময়দান, দক্ষিণেশ্বর, বরানগর, গীতাঞ্জলি, রবীন্দ্র সরোবর এই মেট্রো স্টেশনগুলিতে উল্লেখযোগ্য হারে সবচেয়ে বেশি ইউপিআই (UPI) পেমেন্ট হয়েছে স্মার্ট কার্ড কেনা, স্মার্ট কার্ড রিচার্জ, টোকেন কেনার জন্য।

আরও পড়ুন: রাজ্যের স্কুলে শিক্ষক সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বলাবাহুল্য, যাত্রী সুবিধার কথা ভেবে একাধিক নতুন রুটে যেমন মেট্রো চলছে তেমনি আবার আধুনিক সময় সাশ্রয়ী ব্যবস্থার প্রয়োগ করা হচ্ছে। যাত্রী সুরক্ষা ও মেট্রো চলাচল আরও নিরাপদ ও আরামদায়ক করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্ষাকাল চলে এসেছে। ভরা বর্ষায় যাত্রীদের যাতে কোনোরূপ সমস্যা না হয় তার জন্য সর্বদা সচেষ্ট মেট্রো রেল (Metro Railway) কর্তৃপক্ষ। যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে কর্মীদের।

আরও পড়ুন: Supreme Court: ATM থেকে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট; কী কী প্রাপ্য গহবধূদের? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট