সস্তায় রিচার্জের সুবিধা পেতে Jio এবং Airtel নাম্বার BSNL-এ পোর্ট করতে চান? জেনে নিন পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

দেশের শীর্ষস্থানীয় তিনটি মোবাইল সংস্থা রিলায়েন্স জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম ইতিমধ্যেই বৃদ্ধি করেছে। রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার ফলে এই মোবাইল সংস্থাগুলির গ্রাহকরা খুবই অসন্তুষ্ট হয়ে রয়েছেন। এরকম অবস্থায় দাঁড়িয়ে, কম দামে ভালো অপশন পেতে বিএসএনএল (BSNL)-কে বেছে নেওয়া উচিত। জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi) থেকে গ্রাহকরা তাদের ফোন নম্বর বিএসএনএল (BSNL) নেটওয়ার্কে পোর্ট করাতে পারবেন।

মোবাইল নম্বরটি বিএসএনএল নেটওয়ার্কে পোর্ট করার পদ্ধতি:

(১) রিলায়েন্স জিও, ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেল যেই কোম্পানির নম্বরই আপনার কাছে থাকুক না কেন সেখান থেকে একটি মেসেজ পাঠাতে হবে।

(২) এরপর আপনার ফোনের মেসেজ বক্স থেকে নতুন মেসেজ লেখার অপশনটি খুলতে হবে।

(৩) সেখানে গিয়ে PORT লেখার পর স্পেস দিয়ে আপনার নিজের মোবাইল নম্বরটি লিখতে হবে। যেমন: PORT 62######78।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: মেট্রো রেলে UPI পদ্ধতিতে পেমেন্ট করবেন কী ভাবে? বিস্তারিত জানাল কর্তৃপক্ষ

(৪) এই মেসেজটি টাইপ করা হয়ে গেলে ১৯০০ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

(৫) এই মেসেজটি পাঠিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি একটি নতুন মেসেজ ১৯০১ নম্বর থেকে পাবেন।

(৬) যে মেসেজটি ১৯০১ থেকে আসবে সেই মেসেজে ৮ সংখ্যার একটি ইউনিক কোড থাকবে। এই কোডটিকে ইউনিক পোর্টিং কোড বা UPC ও বলা হয়ে থাকে।

(৭) এই ৮ অংকের পোর্টিং কোডটিতে প্রথম ২ টি ইংরেজিতে অক্ষর থাকবে এবং বাকি ৬ টি সংখ্যা থাকবে।

(৮) এই পোর্টিং কোডটি মাত্র ৪ দিনের জন্যই ভ্যালিড থাকবে। তবে জম্মু-কাশ্মীর, অসম, উত্তর-পূর্ব সার্কেলে এই পোর্টিং কোডটি ১৫ দিন পর্যন্ত ভ্যালিড থাকবে।

(৯) এছাড়াও আপনি আপনার ইউনিক পোর্টিং কোডটি BSNL স্টোর অথবা যেখানে বিএসএনএল সিম সেল করা হয় রম যেকোনো স্টোরে নিয়ে যেতে পারেন।

(১০) BSNL স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করলে এবং আপনার পরিচয়পত্র জমা দিলে আপনাকে নতুন সিম দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: রাজ্যের স্কুলে শিক্ষক সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

বিএসএনএল (BSNL) ইউজারদের কাছে এত জনপ্রিয় হওয়ার কারণ:

দেশের শীর্ষস্থানীয় মোবাইল সংস্থাগুলি যখন তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করল, সেই সময় বিএসএনএল (BSNL) তাদের রিচার্জের খরচে কোনোরকম পরিবর্তন আনেনি। বিএসএনএল (BSNL)-এর রিচার্জ প্ল্যানগুলি এখনও অনেক সস্তা। দীর্ঘ ভ্যালিডিটি সহ সেরা প্ল্যান দিচ্ছে এই বিএসএনএল (BSNL)। যাতে বেশি খরচ না করে ইউজাররা নিজেদের মোবাইল নম্বরটি চালু রাখতে পারেন, সেই কারণে বিএসএনএল (BSNL) অনেকগুলি নতুন প্ল্যানের সুবিধা এনেছে।

আরও পড়ুন: Supreme Court: ATM থেকে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট; কী কী প্রাপ্য গহবধূদের? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট