Reliance Jio Offer: দেশজুড়ে হোলি-র আনন্দে মেতে ওঠার মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি চমকপ্রদ দাবি। অনেকে বলছেন, Reliance Jio নাকি তাদের সমস্ত গ্রাহকদের ৭০০ টাকা পুরস্কার হিসেবে দিচ্ছে! কিন্তু আসলেই কি এটি সত্য, নাকি নিছকই ভুয়ো প্রচার?
Jio-র অফার নিয়ে কী বলা হচ্ছে?
সম্প্রতি Fact Check রিপোর্টে উঠে এসেছে যে Facebook, YouTube এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু ভিডিও ও পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—
- Jio গ্রাহকরা হোলির উপহার হিসেবে সরাসরি ৭০০ টাকা পাবেন।
- কিছু পোস্টে মুকেশ আম্বানির ছবি, Jio Digital Life এবং JioCinema-র লোগো ব্যবহার করা হয়েছে।
- “Jio-র সকল গ্রাহকরা ৭০০ টাকা করে পাবেন। এই লিঙ্কে ক্লিক করলেই টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে!”
আসল সত্য কী?
নিউজমিটার এবং অন্যান্য Fact Check ওয়েবসাইট এই দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে, এবং রিপোর্ট অনুযায়ী এই অফারটি পুরোপুরি ভুয়ো।
- Reliance Jio-এর অফিসিয়াল ওয়েবসাইটে এমন কোনো ঘোষণা নেই।
- Jio-র সোশ্যাল মিডিয়া পেজে এই অফার সম্পর্কে কোনো পোস্ট নেই।
- Meta Ad Library-তেও Jio-এর তরফে এই ধরনের কোনো বিজ্ঞাপন দেখা যায়নি।
যদি কেউ ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলে তাকে festivvholiiioff.xyz নামে একটি সন্দেহজনক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে, যা আদতে Jio-এর অফিসিয়াল ওয়েবসাইট নয়।
আরও পড়ুন: UPI Incentive Scheme: ইউপিআইতে ২০০০ টাকার লেনদেনে মিলবে ইনসেনটিভ! কারা পাবেন এই সুবিধে?
এই ফেক ওয়েবসাইটে
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি,
- ডিজিটাল ইন্ডিয়া লোগো,
- একটি ডিজিটাল স্ক্র্যাচ কার্ড দেওয়া আছে।
সেখানে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ১৯৯৯ টাকা পর্যন্ত পাওয়া যাবে”, যা সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণার চেষ্টা।
Jio-এর হোলি অফার: সাবধান থাকুন!
এই ধরণের ভুয়ো স্ক্যাম থেকে সাবধান থাকা উচিত। যারা এই লিঙ্কে ক্লিক করছেন, তারা নিজেদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে তুলে দিচ্ছেন।
- কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
- Jio-এর অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপে গিয়েই সমস্ত অফার যাচাই করুন।
- ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্ক ডিটেইলস শেয়ার করা থেকে বিরত থাকুন।
ফলাফল
- Jio-এর ৭০০ টাকার হোলি অফার ভুয়ো।
- এটি একটি প্রতারণামূলক প্রচার, যা থেকে সতর্ক থাকা জরুরি।
ডিসক্লেমার: এই প্রতিবেদনটি নিউজমিটার ফ্যাক্ট চেক ডেস্ক ও শক্তি কালেক্টিভের তথ্যের ভিত্তিতে অনুবাদ করে লেখা হয়েছে।