Aadhaar Card থাকলেই ১০ লাখ টাকা পাবেন! কী ভাবে আবেদন করবেন এই সরকারী প্রকল্পে? রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে সরকার প্রায়শই নতুন নতুন প্রকল্প চালু করে থাকে। শিশু থেকে শুরু করে যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী, বৃদ্ধ সকলের জন্য রয়েছে একাধিক প্রকল্প। তবে সেই প্রকল্পগুলির মধ্যে আজ আমরা বিশেষ একটি প্রকল্প সম্পর্কে জানব, যেখানে আবেদন করলে প্রতি জন পিছু ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে। তার জন্য শুধুমাত্র আধার কার্ডের (Aadhaar Card) প্রয়োজন হয়। চলুন এই প্রকল্পের ব্যাপারে জেনে নেওয়া যাক।

দেশের যুব সম্প্রদায়কে স্বাবলম্বী করার লক্ষ্যে কেন্দ্র সরকার এই প্রকল্পটি চালু করেছে। একটু প্রকল্পের মাধ্যমে যুবক সম্প্রদায়কে আর্থিক নিরাপত্তা দেওয়া হবে যাতে তারা এর মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়।

আমরা যে প্রকল্পের ব্যাপারে বলতে চলেছি সেটি হল PMEGP লোন (Loan) প্রকল্প। শুধু মাত্র আধার কার্ডের (Aadhaar Card) মাধ্যমে এই প্রকল্পে আবেদন করা যায়। আবেদনকারী স্বল্প সুদের বিনিময়ে ব্যাংক থেকে মোটা টাকা ঋণ নিতে পারবে। ঋণের পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত সাবসিডিও পাওয়ার সুবিধাও রয়েছে।

আরও পড়ুন: Google Pay: ২০০০ টাকা প্রতিদিন আয় করুন গুগল পে থেকে! রইলো সহজ পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

কেন্দ্রীয় সরকারের (Government of India) এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হয়। পাশাপাশি আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হয়।

আরও পড়ুন: মাসে মাত্র ৩,৫০০ টাকা বিনিয়োগ করেই কোটিপতি! ফাটাফাটি রিটার্ন দিচ্ছে LIC-এর এই মিউচুয়াল ফান্ড স্কিম

কেন্দ্রীয় সরকার (Government of India) এই প্রকল্পে ভারতীয় নাগরিকত্বের অধিকার রয়েছে এমন ব্যাক্তিরাই আবেদন করতে পারবে আশেপাশে তার আধার কার্ড (Aadhaar Card) সঠিক হতে হবে। এছাড়াও অন্যান্য যোগ্যতা হিসেবে ব্যবসা সম্বন্ধে জ্ঞান থাকতে হয়। আবেদন মঞ্জুর হলে এই প্রকল্পের মাধ্যমে একটি প্রশিক্ষণ দেওয়া হয় তারপর লোন পাস করা হয়।

আরও পড়ুন: Mamata Banerjee: টোটো নিয়ে বড় নির্দেশ দিলেন মমতা ব্যানার্জীর! স্পষ্ট নির্দেশ পরিবহনমন্ত্রীকে ডেকে, কী ঠিক হলো নবান্নে?

কেন্দ্রীয় সরকারের (Government of India) প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ডের পাশাপাশি আবেদনকারীর জন্য যেগুলি প্রয়োজন হয় সেগুলি হল প্যান কার্ড, মোবাইল নম্বর, ব্যাংকের পাস বই, ইমেইল নম্বর, জাতিগত শংসাপত্র ইত্যাদি।

এই সমস্ত ডকুমেন্টস নিয়ে PMEGP অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যায়। আবেদনের পর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হয়। এরপর আবেদনকারীর সমস্ত তথ্য গুলো ভেরিফাইয়ের পর সবকিছু ঠিক থাকলে লোন দেওয়া হয়।