IOCL Recruitment 2024: প্রচুর শূন্যপদে ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

IOCL Recruitment 2024: প্রচুর শূন্যপদে ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (Indian Oil Corporation Limited)-এর তরফ থেকে একাধিক ইঞ্জিনিয়ারিং পদে কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট ৪৭৬টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। বিগত ২২ তারিখ থেকে আবেদনের কাজ শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (Indian Oil Corporation Limited)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিসট্যান্ট

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

২) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল 

৩) ইঞ্জিনিয়ারিং অ্যাসিসট্যান্ট

৪) টেকনিক্যাল অ্যাটেনডেন্ট

আরও পড়ুন: ALERT: ৩১ জুলাইয়ের আগে ‘এই’ মেসেজ ফোনে? খুব সাবধান! নিমেষেই হওয়া হয়ে যাবে সব টাকা

মোট শূন্যপদ (Total Vacancy)

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিসট্যান্ট পদে মোট শূন্য পদ রয়েছে ৩৭৯টি। জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল পদে মোট শূন্য পদ রয়েছে ২১ টি। ইঞ্জিনিয়ারিং অ্যাসিসট্যান্ট পদে মোট শূন্য পদ রয়েছে ৩৮ টি। আর টেকনিক্যাল অ্যাটেনডেন্ট পদে মোট শূন্য পদ রয়েছে ২৯ টি দিয়ে সর্বমোট ৪৭৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট iocl.com-এ গিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুন: Jio Cheapest Plan: ২৮ দিনের জন্য Jio-র সবচেয়ে সস্তার প্ল্যান কোনটি? জানেন না অনেকেই

আবেদন ফি (Application Fee)

ওবিসি (এনসিএল), জেনারেল এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ঠিক করা হয়েছে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এবং একটি Skill/Proficiency/Physical Test (SPPT) এর মাধ্যমে নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Jio AirFiber: Jio ব্যবহারকারীদের মুখে হাসি! ইন্টারনেটের জন্য খরচ কমালো সংস্থা!

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

পদ ভিত্তিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা লাগবে। এই বিষয়ে বিস্তারিত জানুন সংস্থার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ থেকে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

আবেদন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে বিগত ২২ জুলাই ২০২৪ তারিখ থেকে এবং এই আবেদনের কাজ চলবে আগামী ২১ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।