Jio Deepawali Offer: রিলায়েন্স জিও (Reliance Jio) হল দেশের সর্বাধিক গ্রাহক সংখ্যার অধিকারী টেলিকম সংস্থা। তাই গ্রাহকদের সন্তুষ্ট রাখতে ও তাদের সব রকম সুবিধা দিতে এই সংস্থা সবসময় তৎপর থাকে। ইতিমধ্যে এই সংস্থা ফাইবার ইন্টারনেট এর পরিষেবা নিয়ে এসেছে। এখন জিও ফাইবার (Jio Fiber)-এর পরিষেবা গ্রামেও পাওয়া যাচ্ছে।
Jio Deepawali Offer: রিলায়েন্স জিও (Reliance Jio) হল দেশের সর্বাধিক গ্রাহক সংখ্যার অধিকারী টেলিকম সংস্থা। তাই গ্রাহকদের সন্তুষ্ট রাখতে ও তাদের সব রকম সুবিধা দিতে এই সংস্থা সবসময় তৎপর থাকে। ইতিমধ্যে এই সংস্থা ফাইবার ইন্টারনেট এর পরিষেবা নিয়ে এসেছে। এখন জিও ফাইবার (Jio Fiber)-এর পরিষেবা গ্রামেও পাওয়া যাচ্ছে।
জিও (Jio) সংস্থার তরফ থেকে দীপাবলি উপলক্ষে গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে আসা হয়েছে। জিও ফাইবারের (Jeo Fiber) দেওয়া নতুন এই রিচার্জ প্ল্যানের মূল্য হল ২২২২ টাকা। এই প্ল্যান এর মাধ্যমে তিন মাসের জন্য আনলিমিটেড ডাটা ফ্রি কল এবং ৬৮ এর বেশি টিভি চ্যানেল পাওয়া যাবে।
আরও পড়ুন: Jio Vs BSNL Annual Plan: ১ বছরের ভ্যালিডিটি সহ কার রিচার্জ প্ল্যান সস্তা? রইলো তুলনা
অতিরিক্ত ১০০০ জিবি ডাটা গ্রাহকরা ৯০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। পাশাপাশি। Disney+Hotstar, Jio Cinema এবং Sony Liv-এর মতো OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে।
এই প্ল্যানের সঙ্গে জিও (Jio) সংস্থা আরো একটি প্ল্যান লঞ্চ করেছে তার মূল্য হল ৩৩৩৩ টাকা। এই প্ল্যানে সুবিধা হিসেবে থাকছে তিন মাসের জন্য আনলিমিটেড ডেটা। পাশাপাশি ১৫০ জিবি অতিরিক্ত ডাটা এই প্ল্যানে পাওয়া যাবে।
আরও পড়ুন: আবার বাড়বে রিচার্জের দাম? Jio, Airtel, Vi গ্রাহকদের মাথায় হাত!
জিওর তরফ থেকে আরো একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে যার মূল্য হল ৪৪৪৪ টাকা। এই প্ল্যানে তিন মাসের জন্য আনলিমিটেড ডেটা ব্যবহারের পাশাপাশি ২০০ জিবি অতিরিক্ত ডাটা ব্যবহারের সুবিধা রয়েছে। গ্রাহকেরা এই প্ল্যানটি গ্রহণ করলে বিনামূল্যে ফোন কলের পাশাপাশি একাধিক ওটিপি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবে।
গ্রাহকদের সুবিধার কথা ভেবে রিলায়েন্স দিও (Reliance Jio) প্রায় সব রকমের রিচার্জ প্ল্যান লঞ্চ করে রেখেছে অনেক গ্রাহক আছেন যাদের প্রাত্যহিক অতিরিক্ত ডেটার প্রয়োজন হয়ে থাকে। এই ধরনের গ্রাহকরা ৭৪৯ টাকার প্ল্যানটি নিতে পারেন এই প্ল্যানে ২ জিবি ডাটা পাওয়া যাবে যা ৭২ দিন পর্যন্ত চলবে। আর ফোনে যদি 5G কানেক্টিভিটি থাকে তাহলে আনলিমিটেড ডাটা ব্যবহারের সুযোগ মিলবে।
আরও পড়ুন: শুধু চাল-গম নয়! পুজোর মাসে রেশনে মিলবে আরও জিনিস! বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার
আবার গ্রাহকরা যদি এর চেয়েও দীর্ঘ বৈধতার রিচার্জ প্ল্যান নিতে চান তাহলে ৯৯৯ টাকার প্ল্যানটি নিতে পারেন। এতে ৯৮ দিনের বৈধতায় প্রতিদিন ২ জিবি করে ডাটা পাওয়া যাবে। পাশাপাশি থাকছে আনলিমিটেড কলিং ফ্রি এসএমএস এর সুবিধা।
যেহেতু প্রাত্যহিক ২ জিবি করে ডেটা পাওয়া যাচ্ছে তাই 5G কানেক্টিভিটির গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবে ।এছাড়াও অন্যান্য সুবিধা স্বরূপ জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমা এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।