Jio Recharge Plan: গ্রাহকদের খুশি করতে রিলায়েন্স জিও (Reliance Jio) আবারো নতুন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানির তরফ থেকে লঞ্চ করা এটি হল সবচেয়ে কম দামের রিচার্জ প্ল্যান। তবে এই রিচার্জ প্ল্যান এর পাশাপাশি এই সংস্থার তরফ থেকে আরো কয়েকটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে, যেগুলির মূল্য ২০০ টাকার কম।
গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানগুলি গ্রহণ করলে সুবিধা হিসেবে পাবেন আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা পাশাপাশি অন্যান্য পরিষেবা হিসেবে থাকছে JioTV, JioCinema এবং JioCloud এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে।
যারা দীর্ঘমেয়াদী রিচার্জ করতে পছন্দ করেন না স্বল্পমেয়াদী বা কম টাকার মধ্যে রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন তাদের জন্য এই প্রতিবেদনটি বিশেষ কার্যকারী। জিও (Jio) সংস্থা গ্রাহকদের সুবিধার কথা ভেবে স্বল্প মেয়াদী থেকে শুরু করে দীর্ঘমেয়াদি সমস্ত রকমের প্ল্যান লঞ্চ করে রেখেছে।
আরও পড়ুন: Big News: ৫০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে! এই নতুন স্কিম চালু করছে কেন্দ্র সরকার, জানুন বিস্তারিত
গ্রাহকরা যাতে তাদের ইচ্ছেমতো যে কোন রিচার্জ প্ল্যান গ্রহণ করতে পারে। আজকের এই প্রতিবেদনে আমরা জিও-র ২০০ টাকার কমে যে প্ল্যান গুলি রয়েছে সেগুলির বিষয়ে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক।
Jio-র ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান
জিও (Jio)-র ১৯৮ টাকার রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে সুবিধা হিসেবে পাওয়া যাবে ১৪ দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। পাশাপাশি অন্যান্য সুবিধা হিসেবে পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন।
আরও পড়ুন: দীপাবলীর উপহার দিলেন মুকেশ আম্বানি! ৩ মাস ধরে মিলবে ফ্রি ইন্টারনেট Jio ইউসারদের!
Jio-র ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান
১৮৯ টাকার এই রিচার্জ প্লানে সুবিধা হিসেবে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবির ডেটা, আনলিমিটেড কলিং ও ৩০০ এসএমএস এর সুবিধা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।
জিও-র ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানের সুবিধা হিসেবে থাকছে ১৮ দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০ SMS ও আনলিমিটেড কলিং এর সুবিধা। এছাড়াও অন্যান্য সুবিধা হিসেবে পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে।