Jio Recharge plan: জিও সংস্থা (Jio) জুলাই মাসের ৩ তারিখ থেকেই তাদের সমস্ত প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। জিও (Jio) সংস্থা তাদের রিচার্জের দাম বৃদ্ধি করায় গ্রাহকদের মাথায় চিন্তার ছাপ পড়েছিল। তবে জিও সংস্থা তার গ্রাহকদের ধরে রাখতে একটি আকর্ষণীয় প্ল্যান বাজারে এনেছে। ৯০ দিনের জন্য ২০০ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি, আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানটিতে।
দেশের শীর্ষস্থানীয় তিনটি টেলিকম সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi), এয়ারটেল (Airtel) তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বৃদ্ধি করেছে। তবে জিও সংস্থা তাদের গ্রাহকদের জন্য কিছু লাভজনক প্ল্যান এনেছে।
রিলায়েন্স জিও একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। জিও-এর অফিসিয়াল ওয়েবসাইট বা My Jio অ্যাপ থেকে ৮৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি আপনি কিনতে পারবেন।
আরও পড়ুন: Jio vs Airtel vs VI: ১ বছরের জন্য সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কার? জেনে নিন
৮৯৯ টাকার এই প্ল্যানটির মেয়াদ ৯০ দিনের। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন। এর সাথে গ্রাহকরা ২০ জিবি ডেটা ফ্রি পাবেন। এছাড়াও এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ৫জি অফার পাবেন।
আরও পড়ুন: X-এ ১০০ মিলিয়ন ছাড়াল PM নরেন্দ্র মোদীর ফলোয়ার! বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নেতা তিনিই
এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে Jio App-এ বিভিন্ন প্রকার বিনোদন উপভোগ করতে পারবেন। এই প্ল্যানটির সাথে JioTV, JioCloud, JioCinema অ্যাপের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
আরও পড়ুন: BSNL-এর বাজিমাত! বাকিরা রিচার্জের দাম বাড়ালেও ১০০ টাকা দাম কমালো BSNL