Jio vs Airtel: জিও নাকি এয়ারটেল এখন কোন কোম্পানি দিচ্ছে কম খরচে সব থেকে বেশি সুবিধা?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Jio vs Airtel Recharge Plan: জিও নাকি এয়ারটেল এখন কোন কোম্পানি দিচ্ছে কম খরচে সব থেকে বেশি সুবিধা?বর্তমান সময়ে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যার অধিকারী হলো জিও (Jio) টেলিকম সংস্থা। এরপরেই সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যার অধিকারী হলো এয়ারটেল (Airtel) টেলিকম সংস্থা। সবচেয়ে দ্রুত নেটওয়ার্ক পরিষেবা থাকায় অনেক গ্রাহক এয়ারটেল কোম্পানির সিম ব্যবহার করেন।

আবার জিও (Jio) সংস্থা তার নিত্য নতুন অফার ও একাধিক পরিষেবার কারণে তাদের গ্রাহক সংখ্যা ধরে রেখেছে। দুটি টেলিকম সংস্থাই তাদের গ্রাহকদের সুবিধার কথা ভেবে একাধিক রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে।

আজ আমরা এই প্রতিবেদনে জিও ও এয়ারটেল (Airtel)-এর দুটি রিচার্জ প্ল্যানের বিষয়ে আপনাদের জানাবো। আর এই দুটি প্ল্যানের তুলনামূলক আলোচনা করব। সেই প্ল্যানগুলি থেকে কোনটি বেশি ভালো তা আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন। চলুন জেনে নিই।

আরও পড়ুন: Gold Price: সোনার দামের সব রেকর্ড ভেঙে গেলো, ১০ গ্রাম সোনার দাম কত? জানলে চমকে উঠবেন!

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

জিও-র ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio)-র ৩৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে ২৮ দিনের বৈধতায় সুবিধা হিসেবে পাওয়া যাবে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০ SMS এর সুবিধা ও আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ। এছাড়াও অন্যান্য সুবিধা হিসেবে থাকছে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে।

আরও পড়ুন: UPI Incentive Scheme: ইউপিআইতে ২০০০ টাকার লেনদেনে মিলবে ইনসেনটিভ! কারা পাবেন এই সুবিধে?

এয়ারটেল এর ৪০৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ৪০৯ টাকার রিচার্জ প্ল্যানে সুবিধা হিসেবে পাবেন ২৮ দিনের বৈধ তাই যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২.৫ জিবি ডেটা প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা। এছাড়াও অন্যান্য সুবিধা হিসেবে Airtel Xstream Play-এর ফ্রি এক্সেস এবং ফ্রি hello tunes-এর সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: বড় ঝটকা Reliance Jio গ্রাহকদের, চুপিসারে সরিয়ে দিল সমস্ত রিচার্জ প্ল্যান থেকে এই বড় সুবিধা

দুটি রিচার্জ প্ল্যান এর মধ্যে তুলনা

জিও (Jio)-এর ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান এবং এয়ারটেলের ৪০৯ টাকার রিচার্জ প্ল্যানের মধ্যে মূল্যের ব্যবধান হলো ১০ টাকা। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে দুটো রিচার্জ প্ল্যান এর মধ্যে সুবিধা প্রায় একই রয়েছে। বরং জিও টেলিকম সংস্থা দশ টাকা কম রেখেও ৩৯৯ টাকা রিচার্জ প্লান এর মধ্যে অতিরিক্ত কয়েকটি সুবিধা হিসেবে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে।

আরও পড়ুন: Aadhaar Card: নতুন ওয়েবসাইট চালু আধার কার্ডের জন্য, আগের পোর্টালে কি বন্ধ হয়ে যাবে? কী বাড়তি সুবিধে পাবেন?

অন্যদিকে এয়ারটেল (Airtel) সংস্থা ৪০৯ টাকার রিচার্জ প্ল্যানে এই সুবিধাগুলি দিচ্ছে না। কিন্তু এয়ারটেলের রিচার্জ প্ল্যান এর মধ্যে Airtel Xstream Play-এর ফ্রি এক্সেস এবং ফ্রি hello tunes এর সুবিধা পাওয়া যাচ্ছে যা জিও সংস্থার ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মধ্যে নেই।

আরও পড়ুন: BSF Recruitment 2025: বিএসএফ-এ নতুন নিয়োগ চলছে, কোন কোন পদে চাকরি? কী ভাবে আবেদন করবেন? @bsf.gov.in

জিও (Jio) ও এয়ারটেল (Airtel) টেলিকম সংস্থার সবচেয়ে কম মূল্যের রিচার্জ প্ল্যান এর মধ্যে এইগুলি হল উল্লেখযোগ্য যা বেশি ডেটার পাশাপাশি আনলিমিটেড 5G ডাটা অফার করে। যাদের ফোনে 5G কানেক্টিভিটি রয়েছে তারা কম মূল্যের রিচার্জ প্ল্যান হিসেবে এই অফারগুলি গ্রহণ করতে পারেন।

আরও পড়ুন: WB HS Result 2025: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জানালেন সংসদ সভাপতি

Leave a Comment