Jio Recharge Plan: Jio-র ৩টি সেরা রিচার্জ প্ল্যান! পাবেন আনলিমিটেড 5G ডেটা সহ ফ্রি Netflix!

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Jio Recharge Plan: দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম হলেও রিলায়েন্স জিও (Reliance Jio)। রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান বিভিন্ন সময়ে নিয়ে আসে।

জিও (Jio) সংস্থাটি তাদের গ্রাহকদের সম্প্রতি আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা দিচ্ছে। অনেক গ্রাহকই ইতিমধ্যেই আনলিমিটেড ৫জি ইন্টারনেট পরিষেবাটি উপভোগ করছেন।

তবে এমন অনেক গ্রাহক এখনও আছেন যারা ৪জি হ্যান্ডসেট ব্যবহার করেন। সেইরকম গ্রাহকদের জন্য আনলিমিটেড না হলেও, দৈনিক ৩ জিবি পর্যন্ত ডেটা রিচার্জ প্ল্যান জিও (Jio)-এর আছে।

আরও পড়ুন: UPI: ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন মোবাইল থেকে? ২ দিনেই ফেরত পাবেন! রইলো পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এছাড়াও জিও (Jio) সংস্থাটির দীর্ঘমেয়াদি কিছু জনপ্রিয় প্ল্যানও‌ রয়েছে। এই প্ল্যানগুলির সঙ্গে বিভিন্ন ওটিটি (OTT) সাবস্ক্রিপশনের সুবিধাও বিনামূল্যে পাওয়া যাবে।

জিও (Jio) সংস্থাটির এরকমই সেরা ৩টি রিচার্জ প্ল্যান সম্বন্ধে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল।

আরও পড়ুন: Google Play Store: ১ সেপ্টেম্বর বদলে যাচ্ছে থেকে প্লে স্টোরের নিয়ম! কোটি কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের ‘এই’ বিষয়টি জানা আবশ্যক

জিও (Jio)-এর ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio)-এর ৪৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এই প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ৩ জিবি পর্যন্ত ডেটার সুবিধা পাবেন। এছাড়াও এই রিচার্জ প্ল্যানটিতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে সমস্ত Jio App যেমন JioCinema, JioTV এবং JioCloud ইত্যাদি ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন: প্রতি মাসে প্রচুর টাকা হাতে আসবে, দুর্দান্ত পলিসি নিয়ে এল LIC

জিও (Jio)-এর ১১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

যেসমস্ত গ্রাহকরা দীর্ঘদিনের ভ্যালিডিটি সম্পন্ন একটি রিচার্জ প্ল্যানের খোঁজ করেন, তাদের জন্য জিও (Jio)-এর ১১৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি আদর্শ। জিও (Jio)-এর ১১৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ৩ জিবি পর্যন্ত ডেটার সুবিধা পাবেন। এছাড়াও এই রিচার্জ প্ল্যানটিতে দৈনিক ১০০টি এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানটিতেও সমস্ত জিও অ্যাপ যেমন JioTV, JioCinema ও JioCloud ইত্যাদি ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন: Jio লঞ্চ করলো নতুন 200 টাকার সস্তা 5G প্ল্যান! জেনে নিন বিস্তারিত

জিও (Jio)-এর ১৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio) সংস্থাটি দীর্ঘদিনের মেয়াদ সম্পন্ন আরেকটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান তাদের গ্রাহকদের অফার করে। এই রিচার্জ প্ল্যানটি ১৭৯৯ টাকায় পাওয়া যায়। এই ১৭৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিন। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ৩ জিবি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন।

এই রিচার্জ প্ল্যানটিতেও গ্রাহকরা অ্যাপগুলি ব্যবহার করতে পারবেন। তবে এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসেবে বিনামূল্যে নেটফ্লিক্স (Netflix)-এর সাবস্ক্রিপশনও পাবেন।

আরও পড়ুন: Big News: ৫০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে! এই নতুন স্কিম চালু করছে কেন্দ্র সরকার, জানুন বিস্তারিত

তবে এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন, যেই সমস্ত গ্রাহকদের এলাকায় জিও ৫ জি পরিষেবা রয়েছে শুধুমাত্র সেই সমস্ত গ্রাহকরাই এই প্ল্যানগুলির আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পাবেন। এছাড়াও আপনার স্মার্ট ফোনটিকেও ৫জি হ্যান্ডসেট হতে হবে।

আরও পড়ুন: দীপাবলীর উপহার দিলেন মুকেশ আম্বানি! ৩ মাস ধরে মিলবে ফ্রি ইন্টারনেট Jio ইউসারদের!