গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Snehasis Chakraborty) সঙ্গে বিশেষ বৈঠকে বসেন। ঐদিনের মন বৈঠক ৪৫ মিনিট পর্যন্ত নবান্নে অনুষ্ঠিত হয় আর এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা (BP Gopalika)-ও৷
ঐদিনের বৈঠকে রাজ্যের পরিবহন পরিষেবা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে মুখ্যমন্ত্রী পরিবহনমন্ত্রীকে বেশ কিছু নির্দেশ দেন। বিশেষত টোটো নিয়ে। আইনি বৈধতার অধীনে টোটোর পরিমাণ ব্যবস্থা পরিচালনা করতে হবে। আর এই পরিচালনা যাতে সঠিকভাবে হয় তার জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন বা নীতি তৈরি করতে হবে।
রাজ্যে আলাদা ভাবে আর কোনো নিগম তৈরি করা যাবে না। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সঙ্গেই এসবিএসটিসি, এনবিএসটিসি-তে মিশিয়ে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: Google Pay: ২০০০ টাকা প্রতিদিন আয় করুন গুগল পে থেকে! রইলো সহজ পদ্ধতি
ঐদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিক আলোচনার পাশাপাশি একটি প্রশ্ন করেন সেটি হল রাস্তায় এখন বাস কমে যাওয়ার পরেও তেলের খরচ কেন বাড়ছে? দীর্ঘ ৪৫ মিনিটের বৈঠকে পরিবহন মন্ত্রীর পাশাপাশি আরও একাধিক জন উপস্থিত ছিলেন, তাদের সম্মুখেই পরিবহন সংক্রান্ত বিষয়ে একাধিক আলোচনা করেন তিনি।
আরও পড়ুন: Jio-র ধামাকা অফার! আনলিমিটেড ইন্টারনেট সহ ১২টি ফ্রি OTT! জানুন বিস্তারিত অফার আনল Jio
কলকাতা হাইকোর্টের তরফ থেকে গত ১ অগাস্ট অটো টোটো, ই-রিকশা, ম্যাজিক ট্রেকার বেআইনি হলেই বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে বেআইনি যান ধরার জন্য পরিদর্শন নিদানও দেওয়া হয়। বলা হয় এর জন্য বিশেষ দলও তৈরি করা হবে।
আরও পড়ুন: ২ লক্ষ ২৫ হাজার টাকা বেতনে রাজ্যের খাদ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত
আদালতের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে নদিয়া জেলার একটি টোটো রুট সংক্রান্ত রায় দিতে গিয়ে। এছাড়াও পরিবেশকর্মী সুভাষ দত্ত সম্প্রতি হাওড়ায় টোটোর উপদ্রব নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং নগরপালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: Holiday List: টানা বন্ধ থাকছে রাজ্যের স্কুল- কলেজ-অফিস, দেখে নিন ছুটির তালিকা