একাধিক টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম কয়েক মাস হল বাড়িয়ে দিয়েছে। তবে গ্রাহকদের সন্তুষ্ট করার জন্য একাধিক নতুন প্ল্যান নিয়ে আসা হয়েছিল। কিন্তু এর মধ্যে ডেটা ছাড়া কলিং ও মেসেজ এর সুবিধার কোন প্ল্যান ছিল না।
যেসব গ্রাহকদের ডেটার কোন প্রয়োজন হতো না তাদের ফোন ও মেসেজিং সুবিধা গ্রহণ করার জন্য অতিরিক্ত ডেটা অফারগুলি গ্রহণ করতে হতো। এতে তাদের ডেটা গুলি কোন কাজে আসতো না।
গ্রাহকদের এই অসুবিধার কথা চিন্তা করে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) নির্দেশ দিয়েছিল ইন্টারনেট ডেটা ছাড়া ভয়েস কল ও এসএমএস এর সুবিধা দিয়ে কোন রিচার্জ প্ল্যান নিয়ে আসতে।
আরও পড়ুন: Lakshmir Bhandar: বিরাট আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, তিন গুণ ভাতা বৃদ্ধির সঙ্গে বাড়ছে বয়সের সীমা
ট্রাই-এর এই নির্দেশ মেনে জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন-আইডিয়া (VI) টেলিকম সংস্থাগুলি নতুন কয়েকটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। ডাটা প্যাক ছাড়া রিলায়েন্স জিও (Jio) সংস্থা শুধুমাত্র কলিং এবং ম্যাসেজ এর জন্য রিচার্জ প্ল্যান এনেছে শুধুমাত্র দুটি। ভারতী এয়ারটেল (Bharti Airtel) সংস্থা এনেছে একটি এবং ভিআই (VI) এনেছে একটি।
জিও-র ১,৭৪৮ টাকার রিচার্জ প্ল্যান
১,৭৪৮ টাকার এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ৩৩৬ দিন। এই প্ল্যানে সুবিধা হিসেবে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল এবং ৩,৬০০ মেসেজের সুবিধা। এখানেই শেষ নয় আরো অধিক সুবিধা হিসেবে এই রিচার্জের মাধ্যমে জিও সিনেমার অ্যাক্সেসের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: Jio vs Airtel: জিও নাকি এয়ারটেল এখন কোন কোম্পানি দিচ্ছে কম খরচে সব থেকে বেশি সুবিধা?
জিও-র ৪৪৮ টাকার রিচার্জ প্ল্যান
জিও-র ৪৪৮ টাকার এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ৮৪ দিন। এই রিচার্জে সুবিধা হিসেবে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং ১ হাজার এসএমএস-এর সুবিধা। পাশাপাশি অন্যান্য সুবিধা হিসেবে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের অ্যাক্সেস পাওয়া যাবে।
এয়ারটেলের ১৮৪৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেল (Airtel)-এর ১৮৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো এক বছর অর্থাৎ ৩৬৫ দিন। এই প্ল্যানে সুবিধা হিসেবে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল এবং ৩৬০০ এসএমএস।
আরও পড়ুন: Gold Price: সোনার দামের সব রেকর্ড ভেঙে গেলো, ১০ গ্রাম সোনার দাম কত? জানলে চমকে উঠবেন!
ভিআই এর ১,৪৬০ টাকার রিচার্জ প্ল্যান
ভিআই (VI)-এর ৪৬০ টাকার এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ২৭০ দিন। এই প্ল্যানে সুবিধা হিসেবে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং ও সেই সঙ্গে এসএমএস-এর সুবিধা।