কেন্দ্রীয় সরকার (Government of India) কেন্দ্র সরকার ও রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০০৪ সালের পুরনো পেনশন স্কিম বন্ধ করে দিয়েছিল। পুরনো পেনশন স্কিম (ওপিএস) বন্ধ করে দিয়ে NPS অর্থাৎ নিউ পেনশন স্কিম (New Pension Scheme) চালু করেছে কেন্দ্রীয় সরকার।
১০ শতাংশ টাকা কর্মীদের পক্ষ থেকে এই পেনশন স্কিমে জমা পড়ে। বিভিন্ন বেসরকারি সংস্থায় যারা কাজ করেন তাদের জন্যও এটি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই স্কিমে বিনিয়োগ করলে অবসর গ্রহণের পর পেনশনের সুবিধা পাওয়া যাবে।
কিন্তু এখন দেখার বিষয়, কত টাকা বিনিয়োগ করলে অবসর গ্রহণের পর ভাল টাকা পেনশন পাওয়া যাবে? এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিমের মাধ্যমে যাতে অবসর গ্রহণের পর একটি নির্দিষ্ট পরিমাণে টাকা পাওয়া যায় সেই জন্যই এই সরকারি যোজনা চালু করা হয়েছে।
আরও পড়ুন: Benefits of ITR Filing: আপনার আয় করযোগ্য না হলেও ITR ফাইল করুন, পাবেন এই ৫ সুবিধা
এনপিএস এমন একটি সংস্থা যেখানে শেয়ার বাজারের (Share Market) পারফরমেন্সের অবসরের পরে বিনিয়োগকারীরা সুবিধা পাবেন। এই অপশনটি প্রথমে সরকারি কর্মীদের জন্য চালু ছিল। সমস্ত মানুষের জন্য এটি ২০০৯ সাল থেকে চালু হয়।
বিনিয়োগের অভ্যাস গড়ে তোলাই এই স্কিমের প্রধান লক্ষ্য। এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিম বিনিয়োগকারীর উপর সম্পূর্ণ নির্ভরশীল একটি যোজনা।
আরও পড়ুন: ৩ মাসের রিচার্জ ফ্রি অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে? Jio-র এই অফারের সত্যতা জানুন
আপনি অল্প অল্প করে আপনার পেনশন অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন। বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। অর্থাৎ অল্প অল্প করে টাকা জমাতে থাকলে একটি বড় ফান্ড তৈরি হতে পারে। প্রতিমাসে এই ফান্ড থেকে যে সুদ মিলবে সেটাই অবসর গ্রহণের পর পেনশন হিসাবে মিলবে।
পেনশন ফান্ড রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) হল এনপিএস-এর নিয়ামক সংস্থা। অনেকেই জানতে চেয়েছেন ১ লক্ষ টাকা পেনশন পাওয়ার জন্য কত টাকা করে জমা করতে হবে? এমপিএস-এ যদি কেউ ৩৫ বছর বয়সে বিনিয়োগ করা শুরু করেন সেই পরিস্থিতিতে বার্ষিক ১০ শতাংশের সঙ্গে বাড়তি বিনিয়োগ করে ৬০ বছর বয়সে অবসর গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: TCS Job: ৪০,০০০ জন ফ্রেশার নিয়োগ করছে TCS, বিরাট পরিকল্পনা রতন টাটার সংস্থার
অ্যানুয়িটির জন্য মাসে ৪০ শতাংশ ব্যবহার করলে মাসে ৩৪ হাজার টাকা করে জমাতে হবে। এছাড়াও ৮০ শতাংশ ফান্ডের ব্যবহার ৬ শতাংশ অ্যানুয়িটির জন্য করলে মাসে ১৭ হাজার টাকা করে জামাতে হবে। এই দুটি ক্ষেত্রেই অবসর গ্রহণের পর ১ লক্ষ টাকা পেনশন পাওয়া যাবে।
ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৭০ বছর বয়স পর্যন্ত যেকোনো ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করলে কর ছাড়ের সুবিধাও পাওয়া যাবে। এই স্কিমে বিনিয়োগ করলে ৮০সি এর অন্তর্গত আয়করে ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: Lakshmir Bhandar: ফের বিরাট আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে! মহিলাদের মধ্যে খুশির হাওয়া