শুরু হয়ে গিয়েছে পিএম ইন্টার্নশিপ স্কিমের রেজিস্ট্রেশন, ৫,০০০ টাকা পাবেন প্রতি মাসে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

PM Internship Scheme 2024-এ যারা আবেদন করতে চান তাদের জন্য বিশেষ খবর। ১২ অক্টোবর তারিখ থেকে এই স্কিমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশন লিংক ওপেন হয়েছে ১২ অক্টোবর বিকেল ৫টা থেকে। যারা আবেদন করতে চান তারা ইন্টার্নশিপ স্কিমের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। এই প্রকল্পটি চালু করা হয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক এর তরফ থেকে।

কারা আবেদন করতে পারবে?

যেসব প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এই ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও বিএ, বিএসসি, বিকম, বিবিএ, আইটিআই পাশ, পলিটেকনিক ডিপ্লোমা ধারক, বিসিএ, এবং বিফার্ম ডিগ্রীধারী স্নাতক প্রার্থীরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবে। তবে যারা স্নাতকোত্তর, এমবিএ, সিএস, সিএ, আইআইটি স্নাতক, এনআইটি, আইআইএম, ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্নাতক, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী প্রার্থীরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবে না।

বয়স সীমা

এই স্কিমে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: শুধু চাল-গম নয়! পুজোর মাসে রেশনে মিলবে আরও জিনিস! বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আবেদনের শর্ত

PM ইন্টার্নশিপ স্কিমে আবেদন করার জন্য কয়েকটি শর্ত মানতে হবে সেগুলো নিম্নরূপ-

১) আবেদনকারী অবশ্যই একজন ভারতীয় নাগরিক হবে।

২) পূর্ণ-সময়ের চাকরিতে বা পূর্ণ-সময়ের শিক্ষায় নিযুক্ত এই স্কিমের জন্য যুক্তিযুক্ত নয়।

৩) অনলাইন/দূরত্ব শিক্ষার মাধ্যমে অধ্যয়নরত প্রার্থীরাও এই স্কিমে আবেদন করতে পারবে।

আরও পড়ুন: রাজ্যে বাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, তবে বদলে গেল এই নিয়ম!

আর্থিক অনুদান

ইন্টার্নশিপ চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।

ইন্টার্নশিপের মেয়াদ

এই স্কিমের মাধ্যমে আবেদনকারী প্রার্থীরা ১২ মাস অর্থাৎ এক বছরের জন্য ইন্টার্নশিপ করতে পারবে। এই স্কিমের মাধ্যমে এক কোটি প্রার্থীকে পাঁচ বছরে শীর্ষ ৫০০ কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। ইন্টার্নশিপ চলাকালীন প্রার্থীরা ৫০০০ টাকা করে পাবে। ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য কেন্দ্রের একাধিক শীর্ষ সংস্থা গুলিতে ১.২৫ লক্ষ প্রার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। এই মর্মে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: Aadhaar Card SIM: নতুন সিম নিতে গেলে কী আধার কার্ড বাধ্যতামূলক? আসল নিয়ম জেনে নিন

আবেদন প্রক্রিয়া

PM ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে হবে নিম্নলিখিত পদ্ধতিতে-

১) আবেদনের জন্য প্রথমে স্কিমের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ যেতে হবে।

২) সেখানে রেজিস্টার লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশনের বিশদ তথ্য দিয়ে সাবমিট করতে হবে।

৩) প্রার্থীরা তাদের যেসব তথ্য প্রদান করবে তার ভিত্তিতে একটি বায়োডাটা প্রস্তুত করা হবে।

৪) এরপর আবেদনকারীর অবস্থান, সেক্টর, কার্যকরী ভূমিকা এবং যোগ্যতার নিরিখে সর্বাধিক পাঁচটি ইন্টার্নশিপের সুযোগের জন্য আবেদন করতে হবে।

৫) এরপরে সাবমিট বাটনে ক্লিক করে নিশ্চিতকরণ পৃষ্ঠাটি ডাউনলোড করতে হবে।

৬) আবেদন সম্পন্ন হওয়ার পর ভবিষ্যতের জন্য এর একটি হার্ডকপি ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে।

আরও পড়ুন: Jio Vs Starlink: এবার কি জিও বনাম স্টারলিংক-এর লড়াই দেখবে ভারত? আম্বানিকে ‘চ্যালেঞ্জ’ ইলন মাস্কের

আবেদনের শেষ তারিখ

এই স্কিমে আবেদনের কাজ শুরু হয়েছে ১২ অক্টোবর ২০২৪ তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হল আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখ। যেসব প্রার্থীরা এই স্কিমের অধীনে ইন্টার্নশিপ করতে চান তারা নির্ধারিত সময়ের পূর্বে আবেদন করে নিন।