সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) স্বাস্থ্য থেকে শুরু করে সোনা, রুপো ইত্যাদির উপর বাজেট পেশ করেন। ঐদিন বাজেট পেশ করার পাশাপাশি তিনি দেশের যুব সম্প্রদায়কে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিশেষ একটি বার্তা দেন। ঐদিনের ঘোষণায় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় (Pradhan Mantri Mudra Yojana) ঋণ দেওয়ার পরিমাণ নিয়ে বড় একটি সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana) প্রথম চালু করা হয় ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) অনুপ্রেরণায়।
সাধারণত কেউ যদি ব্যাংক থেকে লোন নিতে যায় তাহলে কোন কিছু বন্ধক দিয়ে তারপর লোন পায়। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কোন সম্পত্তি বা সোনা কোন রকম কিছু না জমা করে ঋণ পাওয়া যায়।
এবার ২০২৪- ২৫ এর বাজেটে এই প্রকল্পের মাধ্যমে ঋণ নেওয়ার উপর একটি আকর্ষণীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের যুবক বা যুবতীরা চাইলে এই প্রকল্পের মাধ্যমে কোন সম্পদ জমাকৃত না রেখেই ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।
কাদের এই ঋণ দেওয়া হবে?
প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ যোজনা (Pradhan Mantri Mudra Yojana)-এর মাধ্যমে মূলত তিনটি ভাগে ঋণ প্রদান করা হয়ে থাকে। সেগুলি হল- শিশু, কিশোর ও তরুণ। শিশু বিভাগের ঋণের পরিমাণ হয় ৫০,০০০ টাকা, কিশোর বিভাগে যাদের ঋণ প্রদান করা হয় সেক্ষেত্রে ঋণের সীমা হয় ৫০,০০০ থেকে ৫ লক্ষ টাকা এবং তরুণ বিভাগে যাদের ঋণ প্রদান করা হয় সেক্ষেত্রে ঋণের সীমা হয় ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা।
আরও পড়ুন: SIM Card: ১ সেপ্টেম্বর থেকে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে যে সব সিম কার্ড, TRAI-এর নতুন নিয়ম জেনে নিন
তবে ঋণ প্রদানের এই নিয়মটি পূর্বে ছিল এখন সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবারের বাজেটে সেটি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করেছেন। ফলে যারা এবার থেকে এই একটি প্রকল্পের মাধ্যমে ঋণ নেবে তাদের ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ এর সুবিধা প্রদান করা হবে।
তবে বর্ধিত ঋণের সুবিধা পেতে গেলে অবশ্যই একটি শর্ত মানতে হবে। আর সেই শর্তটি হল মুদ্রা যোজনার মাধ্যমে এর পূর্বে যারা ঋণ নিয়েছেন এবং পরিশোধ করেছেন তারাই কেবল নতুন বর্ধিত হারে ঋণ নিতে পারবেন।
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার অতীত! এবার পুরুষ, মহিলা উভয়কেই ৫,০০০ টাকা দেবে রাজ্য সরকার, কীভাবে আবেদন করবেন?
বয়স সীমা
যেসব যুবক-যুবতীদের বয়স ১৮ বছর বা তারও বেশি এবং যারা ভারতীয় নাগরিক তারা কেন্দ্রীয় সরকারের (Government of India) এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে।
আবেদন প্রক্রিয়া
১) এই প্রকল্পের মাধ্যমে ঋণের সুবিধা পাওয়ার জন্য প্রথমে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.mudra.org.in-এ যেতে হবে।
২) সেখানে গিয়ে শিশু, কিশোর ও তরুণ ঋণের অপশন থেকে তরুণ ঋণ নির্বাচন করে তার জন্য নির্দিষ্ট আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করার পর সেটি নিজের সঠিক তথ্য দ্বারা পূরণ করতে হবে।
৩) এরপর তার সঙ্গে নিজের প্রয়োজনীয় তথ্য ও রঙিন ছবি যুক্ত করে ব্যাংকে জমা করে আসতে হবে।
যদি আপনার সব তথ্য ও নথি সঠিক থাকে তবে যাচাইয়ের পর ব্যাংক থেকে আপনাকে ঋণের অনুমোদন দেওয়া হবে।
আরও পড়ুন: নতুন নিয়ম লাগু হলোস্কুল পড়ুয়াদের জন্য! ১৫ আগস্টের আগেই নয়া নির্দেশিকা জারি