RG Kar Latest News: গত ১৪ই আগস্ট, বুধবার রাত ১১ টার সময় ছিল মেয়েদের রাত দখল এর কর্মসূচি। সারা দেশ জুড়ে সেদিন শুধুমাত্র মেয়েরাই নয় নারী-পুরুষ নির্বিশেষে ৮ থেকে ৮০ প্রায় সকলেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।
তবে সেই রাতেই আরজি করের (R G Kar Medical College and Hospital) জরুরি বিভাগে হামলা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তথ্য প্রমাণ লোপাট করার জন্যই এই হামলা চালানো হয়েছে। এখনও পর্যন্ত ২৪ জনকে এই ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে।
কলকাতা পুলিশের তরফ থেকে সেই ২৪ জনের নাম ঠিকানা প্রকাশ করা হয়েছে। এই ২৪ জনের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
আরও পড়ুন: Bank Account: SBI, PNB-র জন্য বড় ধাক্কা! এই ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ
কলকাতা পুলিশ ধৃত ২৪ জনের যে তালিকা প্রকাশ করেছে তাতে তাদের নাম ও বয়স জানা গেছে। ধৃতদের নাম হল হাওড়ার অশোকপুরের চিরাগ ঘাগারিয়া (২৩), বারতলার অভিজিৎ সাউ (২৪), উল্টোডাঙ্গার শান্তনু ঘোষ (২৪), দক্ষিণেশ্বরের শান্তনু সরকার (২৫), নিমতার সপ্তর্ষি ভট্টাচার্য (৩১), বারতলার করসিনি রাজগুপ্ত (৩৪) , ফুলবাগানের প্রদীপ সেন (২২), নিমতার অভিজিৎ বেরা (২৯), ক্ষুদিরাম বোস সরণির মহম্মদ আসলাম (১৯), উল্টোডাঙ্গার তনবির আলম (১৯) , মানিকতলার সৌম্যদীপ মাহিষ (২২), লেকটাউনের শেখ সজন (২৮)।
এছাড়াও রয়েছে মানিক তলার শুভদীপ কুন্ডু (২২), চিৎপুরের ঋষিকান্ত মিশ্র (৩৫), মানিকতলার মুরারীপুকুর রোডের সৌরভ দে (২৩), উল্টোডাঙ্গার দেবাশিষ মন্ডল (২৯), মানিকতলার মানসকুমার বিশ্বাস (২৪), জোড়াসাঁকোর পল ঘোষ (২৯), চিৎপুরের রোহিত বারুই (২৪), নাগেরবাজারের সৌমিক দাস (২৪), উল্টোডাঙ্গার সুরজিৎ কর্মকার (৩৪), রাজু বাগ (২৮), নবীন সিংহ (২১)।
আরও পড়ুন: Woman Security: নারী-নিরাপত্তায় বড় ঘোষণা! ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের ঘোষণা রাজ্যের
এছাড়াও এই তালিকায় একজন মহিলার নামও রয়েছে। সেই মহিলাটি বরাহনগরের বাসিন্দা। নাম রুমা দাস (২৭)।
১৪ই আগস্ট বুধবার দিন রাতে, আরজি করে (R G Kar Medical College and Hospital) ঠিক কি কারণে হামলা চালানো হয়েছিল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় ২৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত
কলকাতা বিভিন্ন জায়গা থেকে তারা হামলা চালাতে এসেছিলেন। কিন্তু কেন হামলা চালানো হয়েছে সেটির তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানাচ্ছেন, হামলাকারীদের আসল উদ্দেশ্য কী ছিল আদৌ হামলাকারীরা সেমিনার হলে যেতে চেয়েছিল কিনা সেইসব বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে।
আরও পড়ুন: Jio: এই ৩টি রিচার্জ প্ল্যানে বাজার কাঁপাচ্ছে jio! হাইস্পিড ইন্টারনেট সহ আরও অনেক কিছু