SBI Recruitment 2024: ৪৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক বেতনে স্টেট ব্যাঙ্কে ম্যানেজার পদে নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

SBI Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India Recruitment 2024)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। সবগুলো পদ মিলিয়ে মোট ১৬ টি শূন্য পদ রয়েছে। প্রার্থীদের মোটা টাকা বেতনে প্রাথমিকভাবে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)-এর তরফ থেকে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

স্টেট ব্যাংকের তরফ থেকে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

২) অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট

৩) ম্যানেজার

৪) ডেপুটি ম্যানেজার

আরও পড়ুন: BSNL Recharge Plan 2024: খুবই সস্তায় পাওয়া যাচ্ছে BSNL-এর রিচার্জ প্ল্যানগুলি! তালিকা দেখে নিন

মোট শূন্যপদ (Total Vacancy)

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ২ জন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, ম্যানেজার পদে ৪ জন এবং ডেপুটি ম্যানেজার পদে ৭ জন মিলে সর্বমোট ১৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা & বেতন (Age Limit & Salary)

ক্রমিক নম্বরপদের নাম বয়সসীমামাসিক বেতন
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট৩৮ থেকে ৫০ বছরের মধ্যেসিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থীরা বছরে ৪৫ লাখের বেতন পাবেন
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট৩৩ থেকে ৪৫ বছরের মধ্যে
ম্যানেজার২৮ থেকে ৪০ বছরের মধ্যে ৮৫ হাজার থেকে ১ লাখ ৫২ হাজার টাকা
ডেপুটি ম্যানেজার২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৬৪ হাজার থেকে ৯৩ হাজার টাকা

আরও পড়ুন: Vi Cheaper Recharge Plan: দাম বৃদ্ধির আবহে অবশেষে ৯৮ টাকায় রিচার্জ প্ল্যান আনল Vi

আবেদন প্রক্রিয়া (Application Process)

অনলাইনে এসবিআইয়ের (SBI Recruitment) ওয়েবসাইট sbi.co.in থেকেই এই পদের জন্য আবেদন করা যাবে।

আবেদন ফি (Application Fee)

আবেদন ফি হিসেবে প্রার্থীদের ৭৫০ টাকা প্রদান করতে হবে। তবে SC / ST / PwD প্রার্থীদের কোন প্রকার আবেদন ফি লাগবেনা।

আরও পড়ুন: WB Rain Update: দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও হবে টানা বৃষ্টি, কবে থেকে?

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যারা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ও ইন্সট্রুমেন্টেশনে বি.ই এবং বি.টেক ডিগ্রি করে রাখতে হবে। তবে পদ ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে এই ব্যাপারে বিস্তারিত জানতে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ ফলো করুন।

আরও পড়ুন: Mamata on Tilapia: তেলাপিয়া খেলে কি ক্যান্সার হয়? মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা বৈঠক থেকে

আবেদনের শেষ তারিখ (Last date of application)

সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন শুরু হয়েছে গত ৩ জুলাই ২০২৪ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ অফিসিয়াল ওয়েবসাইট থেকে জন্য যাবে।

আরও পড়ুন: এবার Jio আনলো ২৮ দিনের নতুন রিচার্জ প্ল্যান! ৪২GB ডেটা সহ পাওয়া যাবে আরও অনেক সুবিধে

Leave a Comment