Bank Holidays: সেপ্টেম্বর মাসে ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক, কোন কোন তারিখ? রইল তালিকা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Bank Holidays in September 2024: সেপ্টেম্বর মাসে ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক, কোন কোন তারিখ? রইল তালিকাআগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর মাস শুরু হতে আর খুব বেশি দেরি নেই। চলতি আগস্ট মাসে অনেকদিন সরকারিভাবে ছুটি ছিল। একইভাবে সবাই সেপ্টেম্বর মাসের কয়দিন ছুটি রয়েছে সে বিষয়ে জানতে চান। তবে অনেকেই হয়তো জানে না এই সেপ্টেম্বর মাসে ব্যাংক প্রায় ১৫ দিন ছুটি রয়েছে।

প্রতি মাসের হলিডে লিস্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে প্রকাশ করা হয়ে থাকে তেমনভাবে সেপ্টেম্বর মাসের হলিডে লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ব্যাংকের প্রকাশিত তালিকা অনুযায়ী নিম্নে সেপ্টেম্বর মাসের কোন কোন তারিখে ছুটি থাকবে তা উল্লেখ করা হলো-

১) আগামী ১ সেপ্টেম্বর তারিখ রবিবার হিসেবে  ছুটি থাকবে।

২) ৪ সেপ্টেম্বর ধর্মীয় উৎসবের কারণে বন্ধ থাকবে গুয়াহাটির ব্যাংক।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: ফের আম্বানির বড়ো পদক্ষেপ! আসছে Jio Brain, ঘোষণা দেশের ধনীতম ব্যাক্তির

৩) ৭ তারিখে গণেশ চতুর্থী উপলক্ষে সেদিন দেশের একাধিক রাজ্য ও শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৪) ৮ তারিখ রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

৫) ১৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় শনিবার হিসেবে দেশের ব্যাংক বন্ধ থাকবে।

৬) ১৫ তারিখ সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংক বন্ধ থাকবে।

আরও পড়ুন: দীপাবলির আগেই Jio নিয়ে এলো নতুন অফার, বিস্তারিত জেনে নিন

৭) ১৬ সেপ্টেম্বর বারাওয়াফতের জন্য আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল ও জম্মু এর ব্যাংক ছুটি থাকবে।

৮) ১৭ সেপ্টেম্বর মিলাদ উল নবি উপলক্ষে ছুটি থাকবে।

৯) ১৮ সেপ্টেম্বর গ্যাংটকে ছুটি রয়েছে।

১০) ২০ তারিখে জম্মু ও শ্রীনগরে ছুটি রয়েছে।

আরও পড়ুন: Holiday: ফের ছুটির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! বন্ধ থাকবে সরকারি অফিস সহ স্কুল, কলেজ

১১) ২১ তারিখ শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষে দেশের একাধিক ব্যাংক বন্ধ থাকবে।

১২) ২২ সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি।

১৩) ২৩ তারিখ মহারাজা হরি সিংয়ের জন্মদিন উপলক্ষে জম্মু ও কাশ্মীরে ছুটি থাকবে।

১৪) ২৮ সেপ্টেম্বর চতুর্থ শনিবার উপলক্ষে দেশের সবগুলো ব্যাংক বন্ধ থাকবে।

১৯) ২৯ তারিখ রবিবার হওয়ার কারণে ঐদিন দেশের সবগুলো ব্যাংক বন্ধ থাকবে।

প্রতি মাসের শুরুতে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে হলিডে লিস্ট প্রকাশ করা হয়ে থাকে। রিজার্ভ ব্যাংকের মূল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই হলিডে লিস্ট দেখতে পারেন। তবে কেন্দ্রীয় ব্যাংক তারা প্রকাশিত ছুটির সঙ্গে বিভিন্ন রাজ্যের ছুটি না মিলতেও পারে কারণ। একাধিক রাজ্যের সংঘটিত উৎসব অনুসারে সেই ছুটি ভিন্ন রকম হয়ে থাকে।

তবে প্রতিবেদনে উল্লেখিত তারিখে ব্যাংক বন্ধ থাকলেও অনলাইনের সমস্ত কাজ বা এটিএম বা অন্যান্য মাধ্যমে টাকা তোলা ও পাঠানো অব্যাহত থাকবে। এই ছুটির দিনগুলোতে শুধুমাত্র ব্যাংকের অফিসিয়াল কাজগুলোই করা যাবে না।