SBI Alert: লক্ষ লক্ষ গ্রাহক বিপদের মুখে! ভুয়ো মেসেজ নিয়ে সতর্কতা জারি করল State Bank of India

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI (State Bank of India) তাদের কোটি কোটি গ্রাহককে সর্তক করে একটি নির্দেশিকা জারি করেছে। একই সাথে প্রতারণা (SBI Fraud Alert) থেকে ব্যাঙ্ক গ্রাহকদের বাঁচাতে সর্তক বার্তা দিয়েছে কেন্দ্র। বলা হয়েছে SBI-এর নাম করে আসা কোনো ভুয়ো মেসেজের দ্বারা কোনো পদক্ষেপ না নিতে এতে প্রতারিত হতে পারেন গ্রাহক।

প্রতারণা করা হচ্ছে রিওয়ার্ড পয়েন্টের নামে

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো একটি ফ্যাক্ট চেকের মাধ্যমে জানিয়েছে যে, এসবিআই (SBI)-এর নাম করে গ্রাহকদেরকে মেসেজ পাঠানো হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার জন্য। এই মেসেজ এর মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কথাও বলা হচ্ছে। কিন্তু আদৌ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তাদের গ্রাহকদের এরকম মেসেজ পাঠায় না। তাই এই প্রতারনামূলক মেসেজকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ব্যাঙ্ক এই রকম কোনও মেসেজ পাঠায় না

PIB (Press Information Bureau) জানিয়েছে যেহেতু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তাদের গ্রাহকদের এরকম মেসেজ পাঠায় না তাই মেসেজে বলা কোনো লিঙ্ক বা অ্যাপ ডাউনলোড করা থেকে গ্রাহকদের বিরত থাকতে বলা হচ্ছে। এই মেসেজগুলো আসলে প্রতারনামূলক মেসেজ। তাই সন্দেহজনক কোনো লিঙ্ককে ক্লিক করবেন না দরকার হলে নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করবেন। সহজেই জালিয়াতির শিকার হবেননা।

আরও পড়ুন: Jio Offer: ১৫ আগস্ট উপলক্ষে Jio আনলো নতুন অফার! প্ল্যানের দাম সহ বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

জালিয়াতি থেকে বাঁচতে কী করবেন

(১) আপনার মোবাইলে যদি কোনও মেসেজ আসে তাহলে প্রথমেই যাচাই করে নিন মেসেজটি কে পাঠিয়েছে অর্থাৎ প্রেরক কে।

(২) যদি ব্যাঙ্ক মেসেজ পাঠিয়ে থাকে তবে তা শুধু একটি নির্দিষ্ট কোড যুক্ত নম্বর থেকেই আসবে।

আরও পড়ুন: BSNL 5G: বিরাট আপডেট BSNL 5G নিয়ে! এবার দুরন্ত গতিতে ছুটবে ইন্টারনেট

(৩) প্রেরক সম্পর্কে নিশ্চিত না হলে কখনই মেসেজে আসা কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।

(৪) টাকা লেনদেন এর ক্ষেত্রে ব্যাঙ্কের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন।

আরও পড়ুন: Jio Recharge Plan: ২০০-৩০০ টাকার কমে জিও- র ৪টি রিচার্জ প্ল্যান, রয়েছে প্রচুর সুযোগ-সুবিধা

(৫) হোয়াটসঅ্যাপ, SMS, ই-মেলের মাধ্যমে কখনই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য আদানপ্রদান তথ্য করবেন না।

আরও পড়ুন: Ration Card: রেশন পাবেন না রেশন কার্ড থাকলেও! দ্রুত এই কাজ নিন