Traffic Rules: রাস্তায় চলাচলের জন্য ট্রাফিক আইন মেনে চলা ভীষণ জরুরী। এই আইন না মানলে যখন তখন আমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর একাধিক সময় পুলিশের হাতে ধরা পড়লে তারা জরিমানা হিসেবে চালান কেটে নেয়। তাই রাস্তাঘাটে নিরাপদে চলাচলের জন্য আমাদের ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত।
সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য একাধিক ট্রাফিক নিয়ম চালু রয়েছে। তবে এই একাধিক আইনের পাশাপাশি এবার যুক্ত হলো আরো একটি আইন। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ উচ্চ আদালত এর তরফ থেকে ট্রাফিক আইনে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। আদালতের নতুন আইন অনুযায়ী দুই চাকার যানবাহনে বাইক ও আরোহী দুজনকে হেলমেট পড়তে হবে।
অন্ধ্রপ্রদেশ উচ্চ আদালতের এই নতুন নিয়ম বিশাখাপত্তনম রাজ্যের জন্য কার্যকর করেছে। আগামী ১ সেপ্টেম্বর তারিখ থেকে এই নিয়ম বহাল করা হবে। ইতিমধ্যে দেশের একাধিক বড় বড় শহর গুলিতে এই নিয়ম কার্যকর করা হয়েছে দিল্লিতেও এই নিয়ম রয়েছে। সেই থেকে এবার বিশাখাপত্তনমে এই নিয়ম চালু করা হলো যদি কেউ এই নিয়মের অন্যথা করে তাহলে তাকে জরিমানা হিসেবে ১০৩৫ টাকা দিতে হবে।
আরও পড়ুন: 5G অতীত, এবার ভারতে শুরু হতে চলেছে 6G পরিষেবা! Airtel-Jio-Vi-কে ‘আল্টিমেটাম’ সরকারের
আপনি দুই চাকার বাড়ি বাইক বা স্কুটার নিয়ে যেখানে যান না কেন বাড়ি থেকে বেরোলে এই নিয়ম পালন করতে হবে। আর সব সময় সাবধানে গাড়ি চালাতে হবে। তাহলে দুর্ঘটনা এড়ানো যাবে।
বাইক বা স্কুটারে যাতায়াতের সময় আরোহী ও চালক দুজনেই হেলমেট পরবে এবং তাদের এই হেলমেটের গুণগত মানব ভালো হতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র আইএসআই চিহ্ন দেওয়া হেলমেটই পরা বাধ্যতামূলক।
আরও পড়ুন: Job News: সরাসরি রেল বিকাশ নিগমে চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি বিস্তারিত
আর চার চাকার গাড়িচালকদের ক্ষেত্রে চালক ও আরোহী দুজনকেই সিটবেল বেধে যাতায়াত করতে হবে। সিট বেল্ট বেঁধে রাখলে রাস্তায় দুর্ঘটনা অনেক এড়ানো যায়। তাই ট্রাফিক নিয়মে এটি বাধ্যতামূলক করা হয়েছে।
রাস্তায় যে কোন ধরনের গাড়ি চালানোর সময় তার গতি নিয়ন্ত্রণে রাখতে হবে অপ্রয়োজনে গাড়ির গতি বেশি বেগে চালানো কখনোই উচিত নয় আর এর থেকে দুর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: পূর্ব বর্ধমান জেলায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন
গাড়ি চালক কোন অবস্থাতেই অ্যালকোহল বা মাদকদ্রব্য সেবন করে গাড়ি চালাবে না। যদি কেউ এই অবস্থায় ধরা পড়ে তাহলে তাকে জরিমানা করা হবে। প্রয়োজনে ওই গাড়ি চালকের জেল পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: পুজোয় পুরী যাওয়ার জন্য বিশেষ ট্রেন দিল ভারতীয় রেল! কবে-কোন সময়? দেখে নিন