Unique Identification Authority of India (UIDAI)-এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজিক্যাল অফিসার সহ আরো একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট নয়টি শূন্য পদ রয়েছে। নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসের শুরুতেই ৩৬ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। অফলাইনে আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, যারা আবেদন করতে চান তারা দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। নিম্নে এই পদের ব্যাপারে আরো বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Unique Identification Authority of India (UIDAI)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
যে সব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
১) Section Officer
২) Technical Officer
৩) Assistant Section Officer
৪) Assistant Technical Officer
আরও পড়ুন: Fixed Deposit: ৩ বছরের জন্য FD করতে চান? সবথেকে বেশি সুদ পাবেন এই ব্যাঙ্কে
মোট শূন্যপদ (Total Vacancy)
Section Officer পদে ১ টি, Technical Officer পদে ২ টি Assistant Section Officer পদে ১ টি ও Assistant Technical Officer পদে ৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সব কটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ৭ টি।
বয়সসীমা (Age Limit)
সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: Big News!: আরজি করে হামলার ঘটনায় গ্রেফতার ২৪ জন কারা? নাম ঠিকানা জেনে নিন
বেতন (Salary)
চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করার পর প্রতিমাসে ৩৫,৪০০/- টাকা থেকে ৪৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। তবে পদ ভিত্তিতে বেতন আলাদা আলাদা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানান সংস্থার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ থেকে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in থেকে আবেদন পত্র সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করার পর তার সঙ্গে নিজের কিছু প্রয়োজনীয় নথি যোগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা হলো নিম্নরূপ-
আরও পড়ুন: Bank Account: SBI, PNB-র জন্য বড় ধাক্কা! এই ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ
Director (HR), UniqueIdentification Authority of India (UIDAI), Data Centre, Technology Centre-OfficeComplex Plot No. 1, Sector-M2, IMT Manesar, (Gurugram) – 122050.
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
প্রত্যেকটি পদে আবেদনের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মানদন্ড নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে সংস্থার নির্দিষ্ট অফিশিয়াল নোটিশে।
আরও পড়ুন: Woman Security: নারী-নিরাপত্তায় বড় ঘোষণা! ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের ঘোষণা রাজ্যের
আবেদনের শেষ তারিখ (Last date of application)
সংশ্লিষ্ট চাকরের পদে আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত