WB Asha Karmi Recruitment 2024: মাধ্যমিক পাশে সরাসরি আশা কর্মী নিয়োগ নিয়োগ চলছে! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

WB Asha Karmi Recruitment 2024: যারা আশা কর্মী পদে চাকরি করতে চান তাদের জন্য বিশেষ সুখবর। Office of the Sub-Divisional OfficerSuri (Sadar), Birbhum-এর তরফ থেকে আশা কর্মী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আঞ্চলিক মহিলাদের আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করা যাবে। নিম্নে এই চাকরির ব্যাপারে আরো বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Office of the Sub-Divisional OfficerSuri (Sadar), Birbhum-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

আশা কর্মী পদে মহিলা প্রার্থীদের নিয়োগ করা হবে।

আরও পড়ুন: আবার রিচার্জ প্ল্যান হচ্ছে সস্তায়! মধ্যবিত্তের খরচ কমাতে বড় সিদ্ধান্ত নিল TRAI

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বয়সসীমা (Age Limit)

০১/১২/২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্য হতে হবে তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

বেতন (Salary)

প্রার্থীদের নিয়োগ করার পর সরকারি নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে।

আরও পড়ুন: SBI Alert: লক্ষ লক্ষ গ্রাহক বিপদের মুখে! ভুয়ো মেসেজ নিয়ে সতর্কতা জারি করল State Bank of India

আবেদন প্রক্রিয়া (Application Process)

আশা কর্মী পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট বা অফিস থেকে আবেদনের ফর্ম সংগ্রহ করে নিজের সঠিক তথ্য দ্বারা সেটি পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি সহকারে সেগুলি একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে জমা করে আসতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ (Date of Interview)

২৫/০৯/২০২৪ এবং ২৬/০৯/২০২৪ তারিখে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। তবে বিশেষ কারণবশত ইন্টারভিউয়ের দিন পরিবর্তিত হতে পারে। তাই ইন্টারভিউ এর আগে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে বলা হচ্ছে।

আরও পড়ুন: Jio Offer: ১৫ আগস্ট উপলক্ষে Jio আনলো নতুন অফার! প্ল্যানের দাম সহ বিস্তারিত জেনে নিন

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের সিলেক্ট করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।

আরও পড়ুন: BSNL 5G: বিরাট আপডেট BSNL 5G নিয়ে! এবার দুরন্ত গতিতে ছুটবে ইন্টারনেট

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১৬/০৮/২০২৪ তারিখ পর্যন্ত।