২ লক্ষ ২৫ হাজার টাকা বেতনে রাজ্যের খাদ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

যারা রাজ্যের খাদ্য দপ্তরে চাকরির কথা ভাবছেন তাদের জন্য বিশেষ সুখবর। সম্প্রতি রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রজেক্ট ম্যানেজার ও ডেটা অ্যানালিস্ট সহ আরো একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ৬ টি। নিম্নে এই চাকরির ব্যাপারে আরো বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর এর তরফ থেকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) প্রজেক্ট ম্যানেজার

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

২) ডেটা অ্যানালিস্ট

৩) ডেভেলপার

৪) আইটি সাপোর্ট

আরও পড়ুন: Holiday List: টানা বন্ধ থাকছে রাজ্যের স্কুল- কলেজ-অফিস, দেখে নিন ছুটির তালিকা

মোট শূন্যপদ (Total Vacancy)

সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ৬ টি।

বেতন (Salary)

প্রজেক্ট ম্যানেজার ও ডেটা অ্যানালিস্ট পদে যেসব প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ২ লক্ষ ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। Developer পদে যাদের নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে বেতন হল ৭০ হাজার টাকা। আর আইটি সাপোর্ট পদে নিয়োগকারী কর্মীদের মাসিক বেতন ৪০ হাজার টাকা করে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শর্ট লিস্টে বিভক্ত করা হবে। তারপর লিখিত পরীক্ষা, কোডিং টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বি-টেক, এম টেক, কম্পিউটার সাইন্স, এমসিএ, এমবিএ অথবা সমতুল্য পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে প্রত্যেকটি পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে, এই বিষয়ে সম্পূর্ণ জানুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ থেকে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১৭ ই আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।