স্বাধীনতা দিবসের প্রাক্কালে এরাজ্যের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকাভুক্ত যোগ্য প্রার্থীদের তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। এই বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের জানানো হয়েছে নির্ধারিত দিনে তাঁদের কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত থাকতে হবে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) তাদের জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধাতালিকাভুক্ত সংশ্লিষ্ট সকলপ্রার্থীকে রাজ্য স্তরে যে তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। এই প্রার্থীরা জেলা ভিত্তিক কাউন্সেলিং ও রাজ্য ভিত্তিক দুটি পর্যায়ের কাউন্সেলিং এ জায়গা করে নিতে পারেননি।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২১ আগস্ট, ২০২৪ ও ২২ আগস্ট, ২০২৪ তারিখে এই কাউন্সেলিং অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয় অফিস “আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন” DK-7/1, সেক্টর-II, বিধাননগর, কলকাতা-700091। সময় দুপুর ১২ টা।
আরও পড়ুন: Jio: এই ৩টি রিচার্জ প্ল্যানে বাজার কাঁপাচ্ছে jio! হাইস্পিড ইন্টারনেট সহ আরও অনেক কিছু
বোর্ডের তরফে জানানো হয়েছে যে সকল যোগ্য চাকরিপ্রার্থীদের এই তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং সুযোগ পেলেন না তাদের পরবর্তী পর্যায়ের জন্য অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে।
কাউন্সেলিং অংশগ্রহনকারী সকল প্রার্থীদের অবশ্যই নিন্মলিখিত ডকুমেন্টসগুলির অরিজিনাল ও একটি স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ কাউন্সেলিং কেন্দ্রে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: BSNL 5G: কবে বাজারে আসবে BSNL 5G? বিরাট আপডেট সামনে এলো
১) TET পরীক্ষার এর অ্যাডমিট কার্ড।
২) TET-যোগ্যতার ডাউনলোড করা নথি।
৩) মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার বোর্ড/কাউন্সিল/বডি কর্তৃক দেওয়া মার্কশিট ও সার্টিফিকেট।
৪) উচ্চ মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার বোর্ড/কাউন্সিল/বডি কর্তৃক দেওয়া মার্কশিট ও সার্টিফিকেট।
৫) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত গ্রাজুয়েশন (BA/B.Sc./B.Com.) এর মার্কশিট ও সার্টিফিকেট। (প্রয়োজন সাপেক্ষ)
৬) দুই বছরের D.EL.ED বা D.Ed. (বিশেষ শিক্ষা) এর মার্কশিট ও সার্টিফিকেট।
আরও পড়ুন: 5 Rupee Note: এই ৫ টাকায় বদলে যাবে ভাগ্য! লাখপতি হওয়ার বিরাট সুযোগ
৭) বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট অথবা মাধ্যমিক এর শংসাপত্র।
৮) ভোটার আইডি/আধার কার্ড।
৯) সরকারের নিয়ম অনুযায়ী প্রদত্ত PH সার্টিফিকেট, (যেখানে প্রযোজ্য)
১০) উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের ইস্যু করা জাতিগত শংসাপত্র (SC/ST/OBC-A/OBC-B)।(প্রয়োজন সাপেক্ষ)
কাউন্সেলিং-এ অংশগ্রহণকারী সকল প্রার্থীকে নিজ নিজ সময়সূচী অনুযায়ী উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: 5 Rupee Note: এই ৫ টাকায় বদলে যাবে ভাগ্য! লাখপতি হওয়ার বিরাট সুযোগ