Holiday List: টানা বন্ধ থাকছে রাজ্যের স্কুল- কলেজ-অফিস, দেখে নিন ছুটির তালিকা

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

জুলাই মাস শেষ হয়ে ইতিমধ্যে আগস্ট মাস শুরু হয়েছে। এর আগের মাসে এমনভাবে সরকারি ছুটি না থাকলেও আগস্ট মাসে অনেকগুলি সরকারি ছুটি রয়েছে। যা সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহে দারুন একটি সুসংবাদ।

আগস্ট মাসের কোন দিনগুলিতে ছুটি থাকছে তা সকলের, বিশেষ করে রাজ্যের সরকারি কর্মচারীর জেনে নেওয়া অবশ্য দরকার। আর বেশিরভাগ মানুষের ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় তাই কোন দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকছে তা জেনে নিয়ে তবে ব্যাংকে যাওয়া উচিত, না হলে হয়রানির শিকার হতে হয়। আজকে আমরা এই প্রতিবেদনে আগস্ট মাসের কোন কোন তারিখে ছুটি রয়েছে তা নিয়ে আলোচনা করব।

আগস্ট মাসের ছুটির তালিকা

১) ১০ আগস্ট দ্বিতীয় শনিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে।

২) ১১ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে ওই দিন ব্যাংক সহ স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ থাকবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

৩) ১৫ই আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত দেশ ছুটি থাকবে।

আরও পড়ুন: Gold Price Today: ভুলে যান সোনা, একদিনেই ৫০০০ টাকা সস্তা হল রুপো! সপ্তাহান্তে সোনা-রুপোর দর কত?

৪) ১৭ই আগস্ট শনিবার ব্যাংক বন্ধ থাকবে।

৫) ১৮ আগস্ট স্কুল কলেজ অফিস সহ সবকিছু বন্ধ থাকবে।

৬) ২৪ আগস্ট মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে ওই দিন ব্যাংক বন্ধ থাকবে।

আরও পড়ুন: মাত্র ১০৭ টাকার প্ল্যান, সস্তার ট্যারিফে Jio-Airtel-এর থেকে এগিয়ে BSNL

৭) ২৫ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে সমস্ত দেশের অফিস আদালত ব্যাংক বন্ধ থাকবে।

৮) ২৬ আগস্ট সোমবার জন্মাষ্টমী উপলক্ষে ঐদিন দেশের সর্বত্র ছুটি থাকবে।

আরও পড়ুন: নো টেনশন! ব্যবসার জন্য মোটা টাকা দেবে কেন্দ্র সরকার! কীভাবে পাবেন? রইলো পদ্ধতি

আগস্ট মাসে দুইবার টানা দুই তিন দিন করে ছুটি থাকছে। জুলাই মাসে সেরকম ভাবে কোন ছুটি না থাকলেও এইবার আগস্ট মাসে রাজ্যের সরকারি কর্মীরা ও ব্যাংক কর্মীরা বেশ কয়েকদিন ছুটি পাচ্ছেন। কেউ যদি চায় তাহলে এই ছুটির ফাঁকে ভ্রমণের প্ল্যান করতেই পারেন।