অনেক সময় আমরা একাধিক কাজের ক্ষেত্রে একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকি। এই বিষয়টি নিয়ে আমাদের মাথায় প্রশ্ন আসে যে সর্বাধিক কতটা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে? আমাদের দেশে একজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি নিয়ম রয়েছে? আজ আমরা এই প্রতিবেদনের সেই বিষয়েই জানবো চলুন জেনে নেওয়া যাক।
দেশের সর্ববৃহৎ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) দেশের সমস্ত ছোট বড় সরকারি বেসরকারি ব্যাংক গুলির উপর নিয়ন্ত্রণ রাখেন। একজন ব্যক্তি সর্বাধিক কতটা অ্যাকাউন্ট খুলতে পারবে সেই বিষয়েও রিজার্ভ ব্যাংক জানিয়েছে।
মজার বিষয় হচ্ছে ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই একজন ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী যত খুশি ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন। সেভিংস অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট কিংবা কারেন্ট অ্যাকাউন্ট যেকোনো ধরনের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোন রকম নিষেধাজ্ঞা নেই, ব্যক্তি তার নিজের প্রয়োজন অনুযায়ী যতগুলো ইচ্ছা ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুন: এবার বাড়িতে বসেই আধার কার্ড বানাতে পারবেন, রইলো পদ্ধতি
গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী একাধিক ব্যাংকে একাউন্ট খুলতে পারবে তবে সেই সমস্ত ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। তবে বিশেষজ্ঞদের মত অনুসারে একজন ব্যক্তির ক্ষেত্রে সর্বাধিক তিনটি অ্যাকাউন্ট পর্যন্ত খোলা যেতে পারে তার বেশি অ্যাকাউন্ট খোলা বাঞ্ছনীয় নয়।
কারণ প্রতিটি ব্যাংকের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে নূন্যতম ব্যালেন্স রাখা বা দীর্ঘদিন পর্যন্ত যদি সেই ব্যাংকে আর্থিক লেনদেন না হয় তাহলে ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যায় আবার KYC জমা করে সেটিকে চালু করতে হয় যা অনেক বেশি ঝামেলার। তাই প্রয়োজন না থাকলে তিনটির বেশি অ্যাকাউন্ট না খোলাই উচিত।
আরও পড়ুন: ২ লক্ষ টাকা বেতনে IRCTC-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?
আবার যাদের অতিরিক্ত একাউন্টের দরকার হয় আবার সবগুলোতেই নিয়মিতভাবে আর্থিক লেনদেন করেন তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী একাউন্ট খুলতে পারেন। শুধুমাত্র সঠিকভাবে ব্যাংকে নূন্যতম ব্যালেন্স রাখলে আর সবকটি একাউন্টে সময় মত লেনদেন করলে ঠিক থাকবে।