WB HS Result 2025: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জানালেন সংসদ সভাপতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

WB HS Result 2025 Date: এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল হয়, সেই লক্ষ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশ্নফাঁস ও টুকলি রুখতে পরীক্ষার আগে থেকেই নেওয়া হয়েছে একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থাস্কুলগুলিতে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে এবং প্রশ্নপত্র বিতরণ পদ্ধতিতে এনেছে পরিবর্তন।

কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল?

সংসদ সভাপতি সাংবাদিকদের জানান, মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result) প্রকাশের ৭ দিনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। এবছর মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির শেষে শেষ হয়েছে, আর উচ্চমাধ্যমিক পরীক্ষা ৩ মার্চ থেকে শুরু হয়েছে।

সূত্রের খবর:
📌 মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে
📌 উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS Result) প্রকাশ হবে মাধ্যমিকের ফলাফলের এক সপ্তাহের মধ্যে

আরও পড়ুন: Fact Check: Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা! আসল সত্যটা জানুন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

প্রশ্নফাঁস ও টুকলি রুখতে নতুন নিয়ম

🔹 এবছর প্রশ্নফাঁস রোধে (Leak Prevention) আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
🔹 স্কুলগুলিতে মেটাল ডিটেক্টর (Metal Detector) বসানো হয়েছে যাতে কোনো ধরনের অস্বচ্ছতা বা অসদুপায় রুখে দেওয়া যায়।
🔹 প্রশ্নপত্র বিতরণের নিয়মেও পরিবর্তন এসেছে—
✔️ আগে কোন স্কুলে কোন প্রশ্নপত্র যাবে, তা ঠিক হত থানায়
✔️ এবার সেই সিদ্ধান্ত সরাসরি ছাপাখানা (Printing Press) থেকে আসছে।
✔️ আগে প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্রের সিল খোলা হত, এবার তা সরাসরি ক্লাসরুমেই খোলা হচ্ছে

এইসব পরিবর্তনের ফলে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা আরও স্বচ্ছ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: UPI Incentive Scheme: ইউপিআইতে ২০০০ টাকার লেনদেনে মিলবে ইনসেনটিভ! কারা পাবেন এই সুবিধে?